- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ২১, ২০২৪
ফেডারেশনের বাছাই ট্রায়াল দিতে রাজি নন প্যারিসের কোটা পাওয়া ৪ কুস্তিগীর

প্যারিস অলিম্পিকের জন্য বাছাই ট্রায়ালের আয়োজন করেছে ভারতীয় কুস্তি ফেডারেশন। আগামী ১০ জুন এই ট্রায়াল হওয়ার কথা। যে ৬ কুস্তিগীর অলিম্পিকে কোটা জিতেছেন, তাঁদেরই বাছাই ট্রায়ালে নামার কথা। ৬ কুস্তিগীরের মধ্যে ৪ জন ট্রায়ালে নামতে রাজি নয়। তাঁরা জাতীয় কুস্তি সংস্থাকে চিঠি দিয়ে বাছাই ট্রায়াল না নেওয়ার অনুরোধ করেছেন। কারণ, অলিম্পিকের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটবে বলে মনে করছেন এই কুস্তিগীররা। ট্রায়ালের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ নির্বাচন কমিটির এক জরুরি বৈঠক ডেকেছে ভারতীয় কুস্তি সংস্থা।
আমন সেহরাওয়াত (৫৭ কেজি), রীতিকা হুডা (৭৬ কেজি), নিশা দাহিয়া (৬৮ কেজি), অংশু মালিক (৫৭ কেজি), ভিনেশ ফোগাট (৫০ কেজি) ও অন্তিম পাঙ্গাল (৫৩) প্যারিস অলিম্পিকের কোটা জিতেছেন। এই ৬ কুস্তিগীরের মধ্যে আমন, রীতিকা, নিশা, অংশু ট্রায়াল ছাড়াই প্যারিসের জন্য তাঁদের নির্বাচন বিবেচনা করার আর্জি জানিয়েছেন। তাঁরা প্রত্যেকেই আলাদা আলাদাভাবে ভারতীয় কুস্তি ফেডারেশনকে ইমেল পাঠিয়েছেন।
আমন সেহরাওয়াত ফেডারাশন সভাপতিকে করা ইমেলে লিখেছেন, ‘আমাদের হাতে অলিম্পিক প্রস্তুতির জন্য মাত্র ১০ সপ্তাহ সময় আছে। টাইমলাইন বিবেচনা করে যথেষ্ট কম। প্রশিক্ষণের প্রতিটা দিন আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ সময়ে অন্য প্রতিযোগিতার জন্য প্রস্তুতি, আবার আমার প্রশিক্ষণ পরিকল্পনা, আমার খাদ্য, ওজন রক্ষণাবেক্ষণকে প্রভাবিত করবে। আমি প্রচুর অনুশীলন সেশন হারাব। আপনি যদি এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদের স্বাস্থ্য, ফিটনেস বিবেচনা করে প্যারিস অলিম্পিকে ফোকাস করার অনুমতি দেন, তাহলে আমরা দেশকে সেরা সম্ভাব্য ফলাফল দিয়ে গর্বিত করতে পারব।’ আর এক কুস্তিগীর লিখেছেন, ‘প্যারিস অলিম্পিক খুব কাছাকাছি। মুহূর্তে আঘাতের ঝুঁকি নিতে চাই না। যদি ট্রায়াল অনুষ্ঠিত হয়, তবে আমাদের সমস্ত ফোকাস প্যারিসের প্রস্তুতির পরিবর্তে সেদিকে থাকবে।’
কুস্তিগীরদের ইমেল পাওয়ার পর নড়েচড়ে বসেছে ফেডারেশন। নির্বাচক কমিটির একজন সদস্য বলেছেন,‘কুস্তিগীররা কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন এবং মঙ্গলবারের বৈঠকে সবকিছু নিয়ে আলোচনা করা হবে। কোনও সন্দেহ নেই, প্যারিস অলিম্পিক খুব কাছাকাছি। আমরা চাই কুস্তিগীররা এই মুহুর্তে প্রস্তুতির ওপর পুরোপুরি মনোনিবেশ করুক। নির্বাচক কমিটি প্রতিটি দিক খতিয়ে দেখবে।’
❤ Support Us