- দে । শ মা | ঠে-ম | য় | দা | নে
- মে ৪, ২০২৪
ব্রিজ ভূষণের ছেলে প্রার্থী, আবার গর্জে উঠলেন সাক্ষী, বজরংরা

মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থায় অভিযুক্ত বিজেপি–র বিদায়ী সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং এবার লোকসভা নির্বাচনে টিকিট পাননি। গেরুয়া শিবিরে যদিও ব্রিজভূষণের প্রভাব থেকেই গেছে। তাঁর ছেলে করণ ভূষণ সিংকে কাইজারগঞ্জে প্রার্থী করেছে বিজেপি। ব্রিজ ভূষণের পরিবারের সদস্যকে প্রার্থী করায় আবার বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন প্রতিবাদী কুস্তিগীররা। বিজেপি–র দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। সাক্ষীর মতে, ব্রিজ ভূষণের ছেলেকে প্রার্থী করে দেশের মেয়েদের মনোবল ভেঙে দিয়েছে বিজেপি।
সাক্ষী মালিক বলেছেন, ‘ব্রিজ ভূষণকে এখনও গ্রেফতার করা হয়নি। উল্টে তাঁর ছেলেকে লোকসভা ভোটে টিকিট দিয়েছে বিজেপি। এতে দেশের কোটি কোটি মেয়েক মনোবল ভেঙে যাবে। সরকার এতটাই দুর্বল যে, এক দুর্নীতিপরায়ন লোকের পরিবারকেই টিকিট দিতে হতে হচ্ছে?’ বজরং পুনিয়া বলেছেন, ‘বিজেপি বারবার বলে অন্য দলগুলির সঙ্গে তাদের নাকি পার্থক্য আছে। কিন্তু কথায় আর কাজে কোনও ফারাক দেখছি না। বিজেপিতে পরিবারতন্ত্র চলছে। এক দুর্নীতিপরায়ন ব্যক্তিকে প্রাধান্য দিচ্ছে। জানি না সরকার কেন ব্রিজ ভূষণকে এত ভয় পায়। ব্রিজ ভূষণষণের ছেলেকে টিকিট দিয়ে পরিবারতন্ত্রের নমুনা রেখেছে।’
দুর্নীতিতে নিমজ্জিত থাকলেও ব্রিজ ভূষণকে উপেক্ষা করতে পারেনি বিজেপি। কাইজারগঞ্জ ও আশেপাশের অঞ্চলে দারুণ প্রভাব রয়েছে ব্রিজ ভূষণের। ৭–৮টা লোকসভা কেন্দ্রে নির্ণায়ক ভূমিকা নিতে পারেন। একসময় সমাজবাদী পার্টির টিকিটে লড়ে সাংসদ হয়েছেন। নির্দল প্রার্থী হিসেবেও লোকসভা ভোটে জিতেছেন। এই প্রভাবশালী জাঠ নেতাকে উপেক্ষা করতে পারেনি বিজেপি। ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি থাকাকালীন ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছিল। আদালতে মামলা চলছে। তাঁকে নিয়ে অস্বস্তি থাকলেও বিজেপির কাছে উপেক্ষা করা কঠিন।
❤ Support Us