- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ১৭, ২০২৩
কুস্তিগিরদের অনুরোধে এশিয়ান গেমসের ট্রায়ালের সময় বাড়ানোর আবেদন

এশিয়ান গেমসে কুস্তি দলের নাম পাঠানোর সময়সীমা বাড়ানোর জন্য এশিয়ান অলিম্পিক কাউন্সিলের কাছে সময় বাড়ানোর আবেদন জানিয়েছে ভারতীয় অলিম্পিক সংস্থা। ৩০ জুনের মধ্যে নাম পাঠানোর কথা ছিল। কিন্তু ভারতীয় অলিম্পিক সংস্থা পর্যন্ত সময় বাড়ানোর অনুরোধ করেছে।
এবছর ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চীনের হ্যাংঝাউ শহরে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। এশিয়ান গেমসে অংশগ্রহণের জন্য ট্রায়াল অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ৩০ জুনের মধ্যে ট্রায়াল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু জাতীয় কুস্তি সংস্থার ডামাডলের কারণে তা সম্ভব নয়। দেশের ৬ জন সেরা কুস্তিগির ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া, সাক্ষী মালিক, সত্যব্রত কাদিয়ান, সঙ্গীতা ভোগাট, জিতেন্দর কুমাররা ১০ আগস্টের পরে এশিয়ান গেমস এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য ট্রায়াল পরিচালনা করার অনুরোধ করেন।
ভারপ্রাপ্ত সিইও কল্যান চৌবের কাছে তাঁদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ১৫ আগস্ট পর্যন্ত ভারতীয় কুস্তি দলের ট্রায়ালের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে। কল্যাণ চৌবে এশিয়ান অলিম্পিক কাউন্সিলের মহাপরিচালক হুসেন আল মুসাল্লামকে চিঠি দিয়ে সময় বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন।
ভিনেশ ফোগাটরা ভারতীয় অলিম্পিক সংস্থার ভারপ্রাপ্ত সিইও কল্যাণ চৌবের কাছে অনুরোধ করেন যে, এই মুহূর্তে তাঁদের প্রস্তুতির অভাব রয়েছে। তাই ট্রায়ালের প্রস্তুতির জন্য তাঁদের কিছুটা সময় প্রয়োজন। তাঁদের সেই অনুরোধের ভিত্তিতেই সময় বাড়ানোর জন্য আবেদন জানানো হয়েছে। কুস্তিগিররা প্রথমে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে বিষয়টা জানিয়েছিলেন। তারপর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক অ্যাড–হক কমিটিকে জানায়। এবং অ্যাড হক কমিটি ভারতীয় অলিম্পিক সংস্থাকে কুস্তিগিরদের অনুরোধ বিষয়টি জানায়।
৬ জুলাই ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিবাদী কুস্তিগিররা সোনিপতে সাইয়ের আঞ্চলিক কেন্দ্রে প্র্যাকটিসে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। গত রবিবার বজরং পুনিয়া সাই কেন্দ্র পরিদর্শন করেন এবং সেখানকার ডিরেক্টর ললিতা শর্মার সঙ্গে বৈঠক করেছেন।
❤ Support Us