Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৬, ২০২২

ভারতের বিরুদ্ধে চক্রান্ত !‌ ২০২৬ কমনওয়েলথ থেকে বাদ কুস্তি

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারতের বিরুদ্ধে চক্রান্ত !‌ ২০২৬ কমনওয়েলথ থেকে বাদ কুস্তি

কমনওয়েলথ গেমসে বরাবরই কুস্তিতে ভাল ফল করে আসছে ভারত। ২০২২ কমনওয়েলথ গেমসেও ভারতের ঘরে কুস্তি থেকে এসেছিল ১২টি পদক। ভারত যাতে কমনওয়েলথ গেমসে বেশি পদক না পায়, তার চক্রান্ত করছে আয়োজক ভিক্টোরিয়া। ২০২৬ কমনওয়েলথ গেমস থেকে বাদ দেওয়া হয়েছে কুস্তিকে। তার জায়গায় ফেরানো হয়েছে শুটিংকে। কুস্তি বাদ পড়ায় ভারতের বেশি পদক জয়ের সম্ভাবনা অনেকটাই কমে গেল। এতে যথেষ্ট ক্ষুব্ধ ভারতীয় কুস্তি ফেডারেশনের কর্তারা। কমনওয়েলথ গেমস বয়কটের ডাক দিয়েছেন।

২০২২ কমনওয়েলথ গেমসে ভারতের সবচেয়ে বেশি পদক এসেছিল কুস্তি থেকে। বার্মিংহাম থেকে ভারতীয় কুস্তিগীররা মোট ১২টি পদক জিতেছিলেন। এর মধ্যে ৬টি সোনা, ১টি রুপো ও ৫টি ব্রোঞ্জ। কমনওয়েলথ গেমসে ভারত এখনও পর্যন্ত কুস্তিতে মোট ১১৪টি পদক জিতেছে। এর মধ্যে ৪৯টি সোনা, ৩৯টি রুপো ও ২৬টি ব্রোঞ্জ। আর কুস্তি থেকে অস্ট্রেলিয়া মোট পদক পেয়েছে ৫৩টি। এর মধ্যে ১৪টি সোনা, ২২টি রুপো ও ১৭টি ব্রোঞ্জ। সর্বকালের কুস্তির পদক তালিকায় চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ভিক্টোরিয়া কমনওয়েলথ গেমস থেকে কুস্তি বাদ দেওয়ার মূল কারন, ভারত যাতে বেশি পদক জিততে না পারে।

কমনওয়েলথ গেমস থেকে কুস্তি বাদ পড়ায় ক্ষিপ্ত ভারতের কুস্তি ফেডারেশনের সহসচিব বিনোদ টোমার। তিনি কমনওয়েলথ গেমস বয়কটের ডাক দিয়েছেন। টোমার বলেছেন, ‘কমনওয়েলথ গেমসে ভারত কুস্তিতে ভাল ফল করায় আয়োজকরা ইচ্ছাকৃতভাবে কুস্তিকে বাদ দিয়েছে। আয়োজকদের উচিত, শক্তি ও দূর্বলতার কথা না ভেবে কর্মসূচীতে অলিম্পিকের খেলাগুলি রাখা। এই কথা শুধু ভারতের ক্ষেত্রে নয়, নাইজেরিয়ার ক্ষেত্রেও ভাবা উচিত। ওরাও কুস্তিতে প্রচুর পদক জিতেছে। কুস্তিকে বাদ দিয়ে খেলাধূলাকে হত্যা করছে আয়োজকরা। এই বিষয়ে আমরা আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার সঙ্গে কথা বলব। ভারতের উচিত কমনওয়েলথ গেমস বয়কট করা।’‌ এদিকে, ভারতীয় অলিম্পিক সংস্থার সচিব রাজীব মেহতা বলেছেন, ‘‌আমরা আয়োজকদের কাছে চিঠি পাঠাব। ওদের অনুরোধ করব কুস্তি অন্তর্ভূক্ত করতে। এটা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলা।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!