- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ১০, ২০২৩
দুরন্ত রাহানের ব্যাটিংয়েই ফলোঅন বাঁচাল, তবুও চাপে ভারত

প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এসে নিজেকে দারুণভাবে মেলে ধরলেন অজিঙ্কা রাহানে। তাঁর দুরন্ত ব্যাটিংয়েই মান বাঁচাল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তাঁর সৌজন্যেই ফলোঅন বাঁচাল ভারত। অস্ট্রেলিয়ার ৪৬৯ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ২৯৬ রানে। ৮৯ রান করে রাহানে। জবাবে তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া তুলেছে ১২৩/৪।
দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৫ উইকেটে ১৫১। দিনের শুরুতেই শ্রীকর ভরত (৫) আউট হতেই চাপে পড়ে যায় ভারত। মনে হচ্ছিল ভারতের ফলোঅনে পড়া শুধু সময়ের অপেক্ষা। সেই সময় শার্দুল ঠাকুরকে নিয়ে রুখে দাঁড়ান রাহানে। দুজনের জুটিতে ওঠে ১০৯ রান। এই জুটিই ভারতকে ফলোঅনের হাত থেকে বাঁচায়।
মধ্যাহ্নভোজের বিরতির পর প্যাট কামিন্সের বলে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে আউট হন রাহানে (৮৯)। মাত্র ১১ রানের জন্য সেঞ্চুরি পেলেন না। তবে প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এসে দুর্দান্ত লড়াই করেন। তাঁকে যোগ্য সহায়তা করেন শার্দুল ঠাকুর। তিনিও অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সামনে দারুণভাবে রুখে দাঁড়ান। শেষ পর্যন্ত ৫১ রান করে তিনি আউট হন। উমেশ যাদব (৫), মহম্মদ সামিরা (১৩) বেশিক্ষণ ক্রিজে স্থায়ী না হওয়ায় ২৯৬ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। প্যাট কামিন্স ৮৩ রানে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নেন মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড ও ক্যামেরন গ্রিন।
১৭৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। চতুর্থ ওভারেই ডেভিড ওয়ার্নারকে (১) তুলে নেন মহম্মদ সিরাজ। প্রথম ইনিংসের ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে সতর্কভাবে ব্যাট করছিলেন উসমান খোয়াজা। কিন্তু দ্বিতীয় ইনিংসেও নিজেকে মেলে ধরতে পারেননি। মাত্র ১৩ রান করে উমেশ যাদবের বলে উইকেটের পেছনে শ্রীকর ভরতের হাতে ক্যাচ দিয়ে আউট হন। এরপর অস্ট্রেলিয়াকে টেনে নিয়ে যান মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথ। রবীন্দ্র জাদেজা জুটি ভাঙেন। তাঁর বলে শার্দুল ঠাকুরের হাতে ক্যাচ দিয়ে আউট হন স্মিথ। ৪৭ বলে তিনি করেন ৩৪।
ট্রাভিস হেডকেও তুলে নেনে জাদেজা। ২৭ বলে ১৮ রান করে আউট হন হেড। স্মিথ ও হেডকে তুলে নিয়ে অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে ভাঙন ধরান জাদেজা। তৃতীয় দিনের শেষে ৪ উইকেটে ১২৩ রান তুলেছে অস্ট্রেলিয়া। মার্নাস লাবুশেন ৪১ ও ক্যামেরন গ্রিন ৭ রানে ক্রিজে রয়েছেন। ২৫ রানে ২ উইকেট তুলে নিয়েছেন জাদেজা। ১টি করে উইকেট পেয়েছেন উমেশ ও সিরাজ। দুই ইনিংস মিলিয়ে অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত ২৯৬ রানে এগিয়ে।
❤ Support Us