- প্রচ্ছদ রচনা মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ৭, ২০২৩
আজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া। চোট নিয়ে চিন্তায় ভারতীয় শিবির।দুই স্পিনার ও তিন পেসার কে নিয়েই লড়াইয়ের প্রস্তুতি

আইসিসি–র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতকে। অন্যদিকে, এবারই প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। দুই দলের কাছেই প্রথমবার বিশ্বের সেরা টেস্ট দলের স্বীকৃতি ছিনিয়ে নেওয়ার সুযোগ।
সাম্প্রতিক কালে টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার ওপর আধিপত্য দেখিয়ে এসেছে ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে যেমন সিরিজ জয় রয়েছে, তেমনই, দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ছাড়পত্র জোগাড় করেছেন রোহিত শর্মারা। এবার সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ফাইনালে লড়াই। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার থেকে পিছিয়ে থেকেই নামতে হবে ভারতকে। কারণ পূর্ণ শক্তির দল নিয়ে ফাইনাল খেলতে পারছে না ভারত। অন্যদিকে, ফাইনালে প্রায় সেরা দল নিয়েই মাঠে নামছে অস্ট্রেলিয়া।
চোটের জন্য যশপ্রীত বুমরা, শ্রেয়স আয়ার, ঋষভ পন্থের মতো সেরা তিন ক্রিকেটারকে পাচ্ছে না ভারত। ব্যাটিংয়ে ভরসা রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, চেতেশ্বর পুজারা। রোহিত, শুভমান, কোহলিদের লাল বলের ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার ওপরই নির্ভর করছে ভারতের সাফল্য। তবে ভারতের পক্ষে ইতিবাচক দিক, চেতেশ্বর পুজারা। দীর্ঘদিন ধরেই কাউন্টি ক্রিকেটে খেলছেন। ফলে ইংল্যান্ডের পরিবেশে সঙ্গে মানিয়ে নিয়েছেন। অজিঙ্কা রাহানে ২ বছর পর টেস্ট দলে ফিরে কতটা মানিয়ে নিতে পারেন, সেটাও দেখার। ভারতীয় ব্যাটারদের সমস্যায় ফেলতে পারে ওভালের বাইশ গজ। উইকেটে ঘাস রয়েছে। যথেষ্ট বাউন্সও থাকবে। ফলে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ডদের সুইংয়ের সামনে সমস্যায় পড়তে হতে পারে রোহিত, কোহলিদের।
যশপ্রীত বুমরার না থাকাটা ভারতীয় বোলিংকে অনেকটাই দুর্বল করে দিয়েছে। বাড়তি দায়িত্ব নিতে হবে অভিজ্ঞ মহম্মদ সামিকে। সঙ্গে মহম্মদ সিরাজকেও। এই দুজনই ভারতীয় বোলিংয়ের প্রধান ভরসা। ওভালের উইকেটে বরাবরই জোরে বোলাররা সাহায্য পেয়ে থাকেন। তবে বিগত কয়েকবছর স্পিনাররাও সাহায্য পেয়ে আসছেন। এবারও শেষ দিকে স্পিনাররা সাহায্য পেতে পারেন। সেকথা মাথায় রেখেই দুই স্পিনার খেলানোর ভাবনা ভারতীয় টিম ম্যানেজমেন্টের। দুই স্পিনার খেলালে ৩ জন জোরে বোলার প্রথম একাদশে রাখা হবে। সেক্ষেত্রে মহম্মদ সামি ও মহম্মদ সিরাজের সঙ্গে শার্দুল ঠাকুর ও উমেশ যাদবের মধ্যে একজনকে খেলানো হবে।
❤ Support Us