- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ৮, ২০২৩
ব্যর্থ কোহলিরা, ব্যাটিং বিপর্যয়ে দ্বিতীয় দিনেই চাপে ভারত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দ্বিতীয় দিনেই চাপে রোহিত শর্মারা। দ্বিতীয় দিনে মহম্মদ সিরাজদের দুরন্ত বোলিং কাজে লাগল না। ব্যাটিং ব্যর্থতাই চাপে ফেলে দিয়েছে ভারতকে। রোহিত শর্মা থেকে শুরু করে শুভমান গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, প্রত্যেকেই ব্যর্থ। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ৪৬৯ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ভারতের সংগ্রহ ১৫১/৫। এখনও ৩১৮ রানে পিছিয়ে রয়েছে ভারত।
প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া তুলেছিল ৩ উইকেটে ৩২৭। ট্রাভিস হেড ১৪৬ ও স্টিভ স্মিথ ৯৫ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনের শুরুতেই মহম্মদ সিরাজকে বাউন্ডারিতে পাঠিয়ে টেস্ট ক্রিকেটে ৩১তম সেঞ্চুরি পূর্ণ করেন স্টিভ স্মিথ। এরপর দেড়শ রান পূর্ণ করেন ট্র্যাভিস হেড। ৯২ তম ওভারের প্রথম বলে হেডকে তুলে নেন সিরাজ। ১৭৪ বলে ১৬৩ রান করে তিনি আউট হন।
ট্র্যাভিস হেড আউট হওয়ার পরপরই ধস নামে অস্ট্রেলিয়া ইনিংসে। ক্যামেরন গ্রিনকে (৭) ফেরান সামি। এরপর শার্দূল ঠাকুরের বল ব্যাটের ভেতরের দিকে কানায় লাগিয়ে বোল্ড হন স্মিথ। ১২১ রান করে তিনি আউট হন। ৫ রান করে রান আউট হন মিচেল স্টার্ক। এরপর অস্ট্রেলিয়াকে টেনে নিয়ে যান অ্যালেক্স ক্যারে। ৬৯ বলে ৪৮ রান করে তিনি ফিরে যান। শেষ পর্যন্ত ৪৬৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ১০৮ রানে ৪ উইকেট নেন মহম্মদ সিরাজ। ৮৩ রানে ২ উইকেট নেন শার্দূল ঠাকুর। ১২২ রানে ২ উইকেট নেন মহম্মদ সামি।
ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিলেন রোহিত শর্মা ও শুভমান গিল। ষষ্ঠ ওভারে প্রথম ধাক্কা খায় ভারত। প্যাট কামিন্সের দুর্দান্ত ডেলিভারিতে এলবিডব্লিউ হন রোহিত (১৫)। পরের ওভারেই বোল্যান্ডের বল ছেড়ে দিয়ে বোল্ড হন শুভমান গিল (১৩)। শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। বড় ইনিংসের জন্য চেতেশ্বর পুজারা ও বিরাট কোহলির দিকে তাকিয়ে ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
চা পানের বিরতির পর আবার ধাক্কা ভারতের। ক্যামরন গ্রিনের বলে বোল্ড হন পুজারা (১৪)। এরপর মিচেল স্টার্ক তুলে নেন কোহলিকে। স্লিপে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট হন কোহলি (১৪)। কোহলি ফিরে যাওয়ার পর বড় রানের জুটি গড়ার চেষ্টা করছিলেন অজিঙ্কা রাহানে ও রবীন্দ্র জাদেজা। দুজনের জুটিতে ওঠে ৭১ রান। জাদেজাকে তুলে নিয়ে জুটি ভাঙেন নাথান লায়ন। ৫১ বলে ৪৮ রান করে আউট হন জাদেজা। দ্বিতীয় দিনের শেষে ভারত ৫ উইকেট হারিয়ে তুলেছে ১৫১। ৭১ বলে ২৯ রান করে অজিঙ্কা রাহানে ও ১৪ বলে ৫ রান করে ক্রিজে রয়েছেন শ্রীকর ভরত। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড, ক্যামেরন গ্রিন ও নাথান লায়ন ১টি করে উইকেট নিয়েছেন।
❤ Support Us