- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ১২, ২০২৩
এক দশকেও আইসিসি ট্রফির খরা কাটল না, ভারতের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন

আইসিসি–র প্রতিযোগিতায় ব্যর্থতা অব্যাহত ভারতে। ২০১৩ সালে শেষ বার আইসিসি–র প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর কেটে গেল একটা দশক। মহেন্দ্র সিং ধোনির পর নেতৃত্বে এসেছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। তবুও ভারতের ভাগ্য বদলায়নি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সাউদাম্পটনের পুনরাবৃত্তি ওভালে। পরপর দু’বার আইসিসি–র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলে দুবারই হারল ভারত। এবার ওভালে অস্ট্রেলিয়ার কাছে হার ২০৯ রানে।
জয়ের জন্য ৪৪৪ রান তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ভারতের রান ছিল ৩ উইকেটে ১৬৪/৪। ৬০ বলে ৪৪ রান করে ক্রিজে ছিলেন বিরাট কোহলি। অজিঙ্কা রাহানে ২০ রান করে ক্রিজে ছিলেন। এই জুটির হাত ধরে জয়ের স্বপ্ন দেখছিল ভারত।
যদিও এই জুটিকে বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি অস্ট্রেলিয়া। পঞ্চম দিনের সপ্তম ওভারের তৃতীয় বলে বিরাট কোহলিকে তুলে নিয়ে ভারতের জয়ের স্বপ্ন শেষ করে দেন স্কট বোল্যান্ড। ৭৮ বলে ৪৯ রান করে স্লিপে স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। একই ওভারের পঞ্চম বলে রবীন্দ্র জাদেজাকেও (০) তুলে নেন বোল্যান্ড।
১৭৯ রানে ৫ উইকেট হারায় ভারত। এরপর দলকে টেনে নিয়ে যান অজিঙ্কা রাহানে ও শ্রীকর ভরত।
রাহানেকে (৪৬) তুলে নিয়ে জুটি ভাঙেন মিচেল স্টার্ক। শার্দুল ঠাকুর (০), উমেশ যাদবরা (১) বেশিক্ষণ লড়াই করতে পারেননি। ২৩ রান করে নাথান লায়নের বলে তাঁর হাতেই ক্যাচ দেন শ্রীকর ভরত। মহম্মদ সিরাজেকে (১) তুলে নিয়ে ভারতকে ২৩৪ রানে গুটিয়ে দেন লায়ন। ৪১ রানে তিনি নেন ৪ উইকেট। ৪৬ রানে ৩ উইকেট নেন বোল্যান্ড। ৭৭ রানে ২ উইকেট মিচেল স্টার্কের।
অস্ট্রেলিয়ার কাছে হারের জন্য উঠে আসছে একাধিক কারণ। প্রশ্ন উঠছে ভারতীয় দলের স্ট্র্যাটেজি নিয়ে। টস জিতেও কেন প্রথমে ব্যাটিং নেওয়া হয়েছিল, এই নিয়ে সরাসরি রাহুল দ্রাবিড়ের কাছে প্রশ্ন তুলেছেন সৌরভ গাঙ্গুলি। সুনীল গাভাসকার তো আবার বিরাট কোহলি, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানের মতো তারকা ব্যাটারদের বাজে শট খেলাকে দায়ী করেছেন। প্রশ্ন উঠছে রবিচন্দ্রন অশ্বিনকে না খেলানো নিয়েও। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরে চূড়ান্ত কোণঠাসা ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রোহিত শর্মার নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠে গেছে।
❤ Support Us