Advertisement
  • দে । শ
  • জুন ১০, ২০২৪

উষ্ণায়ন রুখতে বছরভর বৃক্ষপ্রদান কর্মসূচি

আরম্ভ ওয়েব ডেস্ক
উষ্ণায়ন রুখতে বছরভর বৃক্ষপ্রদান কর্মসূচি

পৃথিবীর সামনে বড় বিপদ উষ্ণায়ন। উষ্ণায়ন রোখার জ্য পূর্ব বর্ধমান জেলাজুড়ে সবুজায়নের সঙ্কল্প নিয়েছে গাছপ্রেমী সংগঠন ‘গাছ গ্রুপ।’ জেলার স্কুলে-স্কুলে বৃক্ষশিশু দেওয়ার কর্মসূচি নিয়েছে এই গ্রুপ। একই উদ্যোগ নিয়েছে সমগ্র শিক্ষামিশন, বনদপ্তর, বিদ্যালয় পরিদর্শকের অফিসও।

‘গ্রিন স্কুল মুভমেন্ট’ ও ‘গাছ লাগাও,গাছ বাঁচাও’ শ্লোগানকে সামনে রেখে এই কর্মসূচিকে সফল করতে সোমবার কালনা শহরের কালনা মহারাজা উচ্চ বিদ্যালয় সংলগ্ন অবর বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে বৃক্ষ প্রদান কর্মসূচি পালন করল গাছ গ্রুপ। ৩০টি বিদ্যালয়কে ১০টি করে মেহগনি ও সেগুন গাছের ৩০০টি বৃক্ষশিশু তুলে দেওয়া হয়। ছিলেন গাছ গ্রুপের কালনা পূর্ব সার্কেলের কো-অর্ডিনেটর সুবোধ কুমার সাহা, অবর বিদ্যালয় পরিদর্শক রুমা ঘোষ, শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক তাপস কুমার কার্ফা-সহ বহু বিশিষ্ট। সুবোধবাবু বলেন, ‘বিশ্ব উষ্ণায়ন সমগ্র বিশ্বের সামনে চরমতম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একটি বৃক্ষ কী পরিমাণ অক্সিজেন দেয় ও তার কত উপকারিতা রয়েছে, তা এখন সবারই জানা। তাই ‘গাছ লাগান, প্রাণ বাঁচান’ আমরা বলছি না। আমরা বলছি, গাছ লাগান, গাছ বাঁচান। গাছ কাটবেন না, গাছকে পরিচর্যা করে বাঁচিয়ে রাখুন, বড় করে তুলুন। ১৯৯৬ সাল থেকে এই বার্তা দিয়ে আসছি।’ জেলার বিভিন্ন বিদ্যালয়ে তাদের প্রয়োজনীয়তা অনুযায়ী গাছ দেওয়া হচ্ছে। শিক্ষারত্ন পুরষ্কারপ্রাপ্ত শিক্ষক তাপস কুমার কার্ফা বলেন, ‘সবুজায়নের লক্ষ্যেই এই বৃক্ষপ্রদান কর্মসূচি।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!