শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সমাজবিরোধী শায়েস্তা করার নামে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ভরসা সেই বুলডোজারই। গ্যাংস্টার আতিক আহমেদের এক আত্মীয়ের প্রয়াগরাজের বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিতে বুধবার দিনভর যোগীর পুলিশের তৎপরতা তুঙ্গে। গ্যাংস্টার আতিকের ঘনিষ্ঠ এই আত্মীয়ের নাম জাফর আহমেদ। তবে বেশ কিছুদিন ধরে জাফর নিখোঁজ।
গত শুক্রবার খুন হয়েছেন, ২০০৫ এ ওই রাজ্যের বিরোধী রাজনীতিক খুনের ঘটনার অন্যতম সাক্ষী আইনজীবী উমেশ পাল। তাঁর দেহরক্ষীকেও একইসঙ্গে গুলি করে হত্যা করেছে দুষ্কৃতীরা।
পুলিশ জানিয়েছে, প্রয়াগরাজে নিজের বাড়ি সংলগ্ন এলাকাতেই আইনজীবী উমেশ ও তাঁর দেহরক্ষীকে গুলি করে হত্যা করেছে পাঁচ থেকে ছয়জন দুষ্কৃতী। প্রসঙ্গত, আইনজীবী উমেশ ২০০৫ সালে বহুজন সমাজ পার্টির বিধায়ক রাজু পালকে হত্যার ঘটনার অন্যতম প্রধান সাক্ষী। গ্যাংস্টার আতিক আহমেদের সঙ্গে সম্পর্কজনিত তিক্ততার জেরে খুন হন রাজু পাল।
পুলিশের দাবি, উমেশ ও তাঁর দেহরক্ষীকে হত্যাকাণ্ডের পরিকল্পনা গ্যাংস্টার থেকে সমাজবাদী পার্টির সাংসদ বনে যাওয়া আতিক আহমেদের মস্তিষ্কপ্রসূত। আতিকের সঙ্গে অবশ্য সমাজবাদী পার্টির সম্পর্কচ্ছেদ হয়েছে বেশ কিছুদিন আগেই।
গ্যাংস্টার আতিক আমেদাবাদে জেলবন্দি। উল্লেখ্য, ২০০৫ সালে বহুজন সমাজবাদী পার্টির বিধায়ক রাজু পাল প্রয়াগরাজের সুলেম সরাই এলাকায় খুন হন। সম্প্রতি ওই এলাকাতেই খুন হয়েছেন ঘটনার সাক্ষী আইনজীবী উমেশ ও তাঁর দেহরক্ষী।
পুলিশ আধিকারিকরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সম্পত্তিঘটিত নথিতে অসঙ্গতি পাওয়া গিয়েছে। এজন্যে বুলড়োজার দিয়ে আতিকের নিকটাত্মীয়ের বাংলো গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যোগীর প্রশাসন। এদিন বাংলোর একাংশ ভেঙেও দেওয়া হয়েছে। অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। এছাড়া ওই বাংলোতে হদিশ মিলেছে আতিকের স্ত্রী ও ছেলের। প্রসঙ্গত, আইনজীবী উমেশ পালের হত্যার ঘটনায় দায়ের হওয়া এফআইআরে আতিক ছাড়াও নাম রয়েছে তার স্ত্রী ও দুই ছেলের।
পুলিশ আরও জানিয়েছে, গত সোমবার উমেশ ও তাঁর দেহরক্ষীকে হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত আরবাজ খানের মৃত্যু হয়েছে পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপের সঙ্গে এনকাউন্টারে। উমেশকে হত্যা করতে সাদা রংয়ের যে এসইউভি গাড়িতে চেপে দুষ্কৃতীরা ঘটনাস্থলে এসেছিল, সেটির চালক ছিল বন্দুকবাজ আরবাজ।
শহরের নেহেরু পার্ক এলাকায় এনকাউন্টার চলাকালীন আরবাজ গুরুতর জখম হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে। পুলিশ জানিয়েছে, বহুজন সমাজবাদী পার্টির বিধায়ক রাজু পালকে হত্যাকাণ্ডের ঘটনা প্রসঙ্গে ভবিষ্যতে যাতে সাক্ষ্য না দিতে পারেন, এজন্যে আতিকের সাকরেদ দাগী দুষ্কৃতীরা উমেশকে হত্যা করেছে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34