Advertisement
  • ন | গ | র | কা | হ | ন প্রচ্ছদ রচনা
  • মার্চ ২, ২০২৩

উত্তরপ্রদেশ বিধানসভায় অদ্ভুত যোগীতত্ত্ব।সমাজতন্ত্র ধনীকে দরিদ্র করে, দরিদ্রকে ক্রীতদাস। রামতন্ত্রই দেশের ভবিষ্যত

শিবপালকে দেখিয়ে আদিত্যের তীক্ষ্ণ কটাক্ষ, এই তো একজন আদর্শ বহুরুপীয়া সমাজতন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
উত্তরপ্রদেশ বিধানসভায় অদ্ভুত যোগীতত্ত্ব।সমাজতন্ত্র ধনীকে দরিদ্র করে, দরিদ্রকে ক্রীতদাস। রামতন্ত্রই দেশের ভবিষ্যত

চিত্র :পিটিআই

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্য  বিধানসভায়  বাজেট বিতর্কের ভাষণে অংশগ্রহণ করে  সমাজতন্ত্রকে উড়িয়ে দিয়ে রামরাজ্যকেই ভারতের ভবিষ্যত বলে গণ্য করলেন। বললেন, সমাজতন্ত্র ক্ষতিকর, রামরাজ্যেই মানুষের মঙ্গল।  যাঁরা সমাজতন্ত্রের কথা বলেন, প্রকৃতপক্ষে তাঁরা বড়োমাপের ভন্ড। ওঁদের নীতি, পরিবারতন্ত্র  আর স্বজন-পোষণ। সমাজতন্ত্র আদতে মরীচিকা।  সমাজতন্ত্রের বিরুদ্ধে যে তত্ত্ব সৃষ্টি করলেন তা অভিনবই। যোগী বলেছেন, সমাজতন্ত্র ধনীদের দরিদ্র করে তোলে আর দরিদ্রদের ক্রীতদাস বানিয়ে দেয়।  বোকা বানায় বুদ্ধিজীবীদের।

সম্প্রতি সমাজবাদী পার্টির সভাপতি এবং উত্তরপ্রদেশ বিধানসভার বিরোধী দলনেতা অখিলেশ যাদব বলেছিলেন, সমাজতন্ত্র ছাড়া রামরাজ্যের প্রতিষ্ঠা হতে পারে না। এর জবাবেই  আদিত্যনাথের নির্বোধ মন্তব্য, সমাজতন্ত্র বিশ্বের কোথাও কোনো পরিবর্তন অথবা মানুষের জীবনে সমৃদ্ধি আনতে পারেনি। চলতি  বাজেটই ভারতে রামরাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করবে।  এবছরই রামমন্দির তৈরি হয়ে যাবে।

সমাজতন্ত্র প্রসঙ্গে যোগীর এই মন্তব্য  নিয়ে  রাজনীতির ভিতরে ও বাইরে ব্যাপক আলোড়ন  তৈরি  হয়েছে। এসব আলোড়নকে বিলকুল আমল দেননি যোগী। বললেন, ভারতে সমাজতন্ত্র অপ্রয়োজনীয়। আর্থিক সমৃদ্ধি, উন্নয়নমুখী সমাজ আর রাজনৈতিক সংহতিই  ভারতীয় নাগরিকদের  সুখী করার জন্য যথেষ্ট।

যোগীর অদ্ভুত আবিষ্কার, সমাজতন্ত্রের রকমফের আছে। যেমন, গণতান্ত্রিক সমাজতন্ত্র, প্রগতিশীল সমাজতন্ত্র অথবা পারিবারিক সমাজতন্ত্র। রাষ্ট্র পরিচালনায় সমাজতন্ত্র ঐতিহাসিকভাবে ব্যর্থ। 

নিজের বক্তব্য পেশ করতে করতে  অখিলেশ যাদবের কাকা শিবপাল যাদবকে কটাক্ষ করে যোগী বললেন, আপনি তো নতুন দল গঠন করেছিলেন। সে প্রগতিশীল পার্টির  কী হাল এখন?

সমাজতন্ত্রকে ‘বহুরুপীয়া ব্র্যান্ড’ আখ্যায়িত করে যোগীর তীক্ষ্ণ কটাক্ষ, শিবপাল একালের একজন আদর্শ সমাজতন্ত্রী। এখন তাঁর অবস্থা কী? নতুন দল গড়ে বেরিয়ে গেলেন। সেদল ভেঙ্গে দিয়ে ফিরে এলেন পুরনো সংগঠনে। এভাবে আসা যাওয়া চলছে। এই হল সমাজতন্ত্রীদের  চরিত্র। 


  • Tags:

Read by: 43 views

❤ Support Us
Advertisement
homepage billboard publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
House publication
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!