- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জুন ২৯, ২০২৪
সুরের ‘মায়া’য় মুগ্ধ মার্কিন রিয়েলিটি শো

আমেরিকার রিয়েলিটি শোয়ে মঞ্চ মাত করল ভারতীয় খুদে শিল্পী মায়া। তার অবিশ্বাস্য গিটার বাদনের সাক্ষী থাকলো ‘আমেরিকাজ গট ট্যালেন্ট’।
পুরো নাম মায়া নিলাকান্তন। বয়স মাত্র দশ। মঞ্চে বিচারকদের তো বটেই , তার বাজনা মন্ত্রমুগ্ধের মতো শুনল মার্কিন মুলুকের শ্রোতারা। পরিপূর্ণ ভারতীয় পোশাকে সজ্জিত এই বালিকা- শিল্পী পাপা রোচের ‘লাস্ট রিসর্ট’কে অবলম্বন করে ঝংকার তুলল ইলেকট্রিক গিটারে। মঞ্চে তার নিবেদন দেখলে কে বলবে যে এখনও কৈশোরের গন্ডিও পেরোয়নি সে !
মায়ার পরিবারের সকলে মঞ্চের পিছন থেকে উৎসাহ জুগিয়ে গিয়েছেন।আমেরিকা’জ গট ট্যালেন্টের’ অডিশনের বিচারক সিমন কাওয়েল, সোফিয়া ভারগারা, হেইদি ক্লাম, হয়ই ম্যান্ডেল সহ উপস্থিত দর্শকমণ্ডলী চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানালেন এই খুদে ভারতীয় শিল্পীকে।
জানা গেছে,সঙ্গীতের প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল মায়া । তবে তাঁকে এতখানি দক্ষ করে তোলার পিছনে মূল অবদান বিভিন্ন ধরনের গানের ধুন বাজানোর প্রবনতা । তার গিটার বাজানোর ভিডিওটি ইতিমধ্যে সারা বিশ্বে কয়েক কোটি মানুষ দেখে ফেলেছেন। শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন সকলে।
একজন লিখেছেন, মায়া ভারতীয় পোশাকে রক মিউজিক বাজিয়ে আমাদের দেশের মানুষের রক মিউজিকের প্রতি ভালবাসাকে উপস্থাপিত করেছে।এত অল্প বয়সে তোমার প্রতিভার কোন সীমা নেই। সত্যিই অসাধারণ!’
একজন লিখেছেন, গিটারে কত অবলীলায় সেতারের বাজনা শোনাল মেয়েটি।অন্য একজন ব্যবহারকারী লিখেছেন,’ ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের সঙ্গে ফিউশনের মিশ্রণে অনবদ্য একটি পরিবেশন। ‘মায়ার গিটারের ঝংকার অডিশনে সে উচ্চস্তরে সুর বেঁধে দিল , তার মূর্ছনা ঘায়েল করবে অনেক অনেক দিন , একথা মঞ্চে গর্বের সঙ্গে জানিয়ে দিল দশ বছরের ছোট্ট কিন্তু দক্ষ শিল্পী।
❤ Support Us