- মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ৩, ২০২৪
জাগ্রেবে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেন বজরং পুনিয়াসহ ৫ কুস্তিগির
ভারতীয় কুস্তিতে ডামাডোল অব্যাহত। বিতর্ক যেন কিছুতেই থামছে না। কিছুদিন আগেই ব্রিজভূষণ শরণ সিং ঘনিষ্ঠ সঞ্জয় সিং ভারতীয় কুস্তি সংস্থার নির্বাচনে জিতে সভাপতি হয়েছেন। সঞ্জয় সিংয়ের সভাপতি হওয়াটা মেনে নিতে পারেননি বজরং পুনিয়ারা। বজরং পুনিয়া, ভিনেশ ফোগাটরা রাষ্ট্রীয় খেতাব সরকারকে ফিরিয়ে দিয়েছেন। এবার দেশের হয়ে খেলতে অস্বীকার বজরং পুনিয়াসহ ৫ কুস্তিগিরের। আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতা থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন বজরং পুনিয়ারা।
১০ থেকে ১৪ জানুয়ারি ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক প্রতিযোগিতা। জাগ্রেব ওপেনে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ৫ কুস্তিগির। এরা হলেন বজরং পুনিয়া, অন্তিম পাঙ্গাল, পূজা গেহলট, মানসি আহলাওয়াত ও কিরণ। মঙ্গলবার জাগ্রেব ওপেনের জন্য ভারতীয় দল ঘোষণা হয়েছে। ৫ কুস্তিগির যেতে রাজি না হওয়ায় ১৮ জনের পরিবর্তে ১৩ জনের দল পাঠাচ্ছে ভারত।
অনিয়মের অভিযোগে কদিন আগেই নবনির্বাচিত ভারতীয় কুস্তি সংস্থাকে নির্বাসিত করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। এরপর ভারতীয় কুস্তি সংস্থার কাজকর্ম দেখাশোনা করার জন্য ভারতীয় অলিম্পিক সংস্থাকে ৩ সদস্যের অ্যাড হক কমিটি গঠন করার নির্দেশ দেয়। এই ৩ সদস্যের কমিটি জাগ্রেব ওপেনের জন্য ভারতীয় দল বেছে নিয়েছে।
অ্যাড হক কমিটির চেয়ারম্যান ভূপিন্দর সিং বাজওয়া বলেছেন, “জাগ্রেব ওপেনে আমরা সেরা দলই পাঠাতে চেয়েছিলাম। এশিয়ান গেমসে যেসব কুস্তিগিররা দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিল, তাদেরই পাঠাতে চেয়েছিলাম। কিন্তু ১৩ জন রাজি হলেও ৫ জন দেশের হয়ে খেলতে চায়নি।”
৫ জন কুস্তিগীর সরে দাঁড়ানোয় পাঁচটি বিভাগে ভারতীয় দলের কোনও প্রতিযোগী থাকছেন না। এই পাঁচটি বিভাগ হল মহিলাদের ৫০ কেজি, ৫৩ কেজি, ৫৭ কেজি ও ৭৬ কেজি। ৫০ কেজি বিভাগে এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন পূজা গেহলত, ৫৩ কেজি বিভাগে অন্তিম পাঙ্গাল ৫৭ কেজি বিভাগে মানসি আহলাওয়াত আর ৭৬ কেজি বিভাগে কিরণ। মহিলাদের বিভাগে মাত্র দুজন কুস্তিগির অংশ নেবেন। এরা হলেন সোনম মালিক ৬২ কেজি এবং রাধিকা ৬৮ কেজি বিভাগে।
জাগ্রেব ওপেনে অংশ না নেওয়া প্রসঙ্গে প্রতিবাদী কুস্তিগির বজরং পুনিয়া বলেন, “আমার বুড়ো আঙ্গুলে চোট ছিল। সেখানে অস্ত্রোপচার করতে হয়েছে। রিহ্যাব চলছে। আমি এখনও পুরোপুরি ফিত নই। সবে ফিটনেস ট্রেনিং শুরু করেছি। ম্যাটেও এখনও অনুশীলন শুরু করতে পারিনি। ফলে ভাল প্রস্তুতি ছাড়া এইরকম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার কোনও মানে হয় না।”
❤ Support Us