- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- আগস্ট ২৮, ২০২৪
সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টসে মেন্টরের দায়িত্ব নিলেন জাহির খান
বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। অবেশেষে লখনউ সুপার জায়ান্টসের মেন্টরের হিসেবে দায়িত্ব নিলেন ভারতের প্রাক্তন জোরে বোলার জাহির খান। লখনউ সুপার জায়ান্টসের পক্ষ থেকে সরকারিভাবে জাহির খানকে মেন্টর হিসেবে নিযুক্ত করার কথা ঘোষণা করা হয়েছে। হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার, ল্যান্স ক্লুজনার, অ্যাডাম ভোগেস এবং জন্টি রোডসের সঙ্গে তিনি কাজ করবেন।
একসময় লখনউ সুপার জায়ান্টসের মেন্টরে দায়িত্বে ছিলেন গৌতম গম্ভীর। তিনি কলকাতা নাইট রাইডার্সে যোগ দেয়ার পর লখনউ–র মেন্টরের পদ ফাঁকাই ছিল। বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত জাহির খানকেই বেছে নিল লখনউ টিম ম্যানেজমেন্ট। ২০২২ পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত ছিলেন জাহির। এবছর তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে মুম্বইয়ের। জাহির খানকে মেন্টরের দায়িত্ব তুলে দেওয়ার পর লখনউ ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ‘আমি জানতাম না যে জাহির মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে নেই। জানার পর আমি তার সঙ্গে যোগাযোগ করি। আমাদের প্রস্তাবে রাজি হয়েছে।’
লখনউ–তে যোগদানের আগে জহির খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত ছিলেন। গ্লোবাল ডেভেলপমেন্টের প্রধানের ভূমিকা নেওয়ার আগে ক্রিকেট ডিরেক্টর হিসাবে কাজ করেছিলেন। লখনউ–র বোলিং কোচের দায়িত্বে ছিলেন মর্নি মরকেল। তিনি ভারতীয় দলের দায়িত্ব নেওয়ায় লখনউ–র বোলিং কোচের পদ এখন শূন্য। জহির এই দায়িত্ব সামলাবেন কিনা তা স্পষ্ট নয়। দায়িত্ব না নিলেও নিজের অভিজ্ঞতা বোলারদের সঙ্গে শেয়ার করবেন। বর্তমানে লখনউ–র হেড কোচের ভূমিকায় রয়েছেন জাস্টিন ল্যাঙ্গার। ফিল্ডিং কোচ জন্টি রোডস। এছাড়াও রয়েছেন অ্যাডাম ভোগস এবং ল্যান্স ক্লুজনার।
❤ Support Us