Advertisement
  • দে । শ
  • মে ১৩, ২০২৩

রোম, বার্লিনে জেলেনস্কির জোড়া সফর । ইউক্রেনকে অস্ত্র জোগাতে স্পেশ্যাল প্যাকেজ জার্মানির

আরম্ভ ওয়েব ডেস্ক
রোম, বার্লিনে জেলেনস্কির জোড়া সফর । ইউক্রেনকে অস্ত্র জোগাতে স্পেশ্যাল প্যাকেজ জার্মানির

২০২০ সালে ভ্যাটিকান সফরে জেলেনস্কি পোপ ফ্রান্সিসের সঙ্গে। ফাইল চিত্র

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি শনিবার রোম সফরে গিয়েছেন। সূত্রের খবর, রোম সফরে জেলেনস্কির দেখা করার কথা রয়েছে পোপ ফ্রান্সিস এবং ইটালির প্রথম নারী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে। ইটালিতে পৌঁছে এদিন জেলেনস্কি টুইটও করেছেন। প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পরে এই প্রথম ইউরোপিয়ান ইউনিয়ন ও ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ ইটালি সফরে এলেন জেলেনস্কি।

জেলেনস্কির ইটালি সফর উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। এদিন কুইরিনাল প্রাসাদে ইটালির প্রেসিডেন্ট সেরগিও মাত্তারেল্লা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিতে স্বাগত জানান। শতাধিক মানুষ ইউক্রেনের পতাকা নেড়ে জেলেনস্কিতে স্বাগত জানিয়েছেন। প্রসঙ্গত, ইটালির বর্তমান সরকার ইউক্রেনের সমর্থক। রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে কিয়েভকে সর্বতোভাবে সমর্থন জানাচ্ছে ইটালি। অস্ত্র পাঠিয়ে ইতিমধ্যে ইউক্রেনকে সহযোগিতাও করেছে ইটালি।

সূত্রের খবর, পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করার পরে জেলেনস্কি বার্লিন সফরে যাচ্ছেন। শনিবার জার্মানির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালাতে জার্মানি ইউক্রেনকে অস্ত্র দিয়ে সহযোগিতার জন্যে ২ দশমিক ৭ বিলিয়ন ইউরোর প্যাকেজ তৈরি করেছে। যদিও জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিসটোরিয়াস বিবৃতি দিয়ে বলেছেন, আমরা সকলেই আশা করছি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে ভয়াবহ যুদ্ধ লেগেছে, তা থামবে।

এই পরিস্থিতিতে ইউক্রেনের সমর্থক পশ্চিমী দেশগুলির জোটও ইউক্রেনকে উত্তরোত্তর অস্ত্র সহযোগিতা করে চলেছে।

এর আগে পোপ ফ্রান্সিসের সঙ্গে জেলেনস্কি ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে দেখা করেছেন ভ্যাটিকানে গিয়ে। এরপর ফের দুজনের দেখা হবে। পোপের সঙ্গে জেলেনস্কির এবারের আলোচনার বিষয়বস্তু কী তা জানা যায়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!