- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ২৮, ২০২৩
জম্মু ও কাশ্মীরের ৫ বছরের রিপোর্ট কার্ড প্রকাশ। সমান্তরাল ক্ষতি, অসামরিক হতাহতের সংখ্যা শূন্য, বলছেন বিদায়ী ডিজিপি
একটা লোকসভা নির্বাচনের মুখে জম্মু ও কাশ্মীরের বিদায়ী ডিজিপি-র ৫ বছরের রিপোর্টে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার উপত্যকার শান্তি ও নিরাপত্তার প্রশ্নে ১০০তে ১০০ পেয়ে গেল। বিদায়ী জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং শনিবার বলেছেন যে গত পাঁচ বছরে, কেন্দ্রশাসিত অঞ্চলে কোনও সমান্তরাল ক্ষতি, আইনশৃঙ্খলার অবনতির ঘটনা এবং অসামরিক জনসাধারণের হতাহতের ঘটনা ঘটেনি। পুলওয়ামার পাম্পোরে সিটিসি লেথপোরায় ৩০৭ জন আধিকারিকদের পাসিং আউট প্যারেডে ভাষণ দেওয়ার সময় সিং এই বিবৃতি দিয়েছেন।
তিনি বলেছেন, “শূন্য” শব্দটি গত পাঁচ বছর ধরে জম্মু ও কাশ্মীরে সবচেয়ে জনপ্রিয় শব্দ হয়ে উঠেছে।” তার পর তিনি তাঁর বক্তব্যে যোগ করেছেন, “জম্মু ও কাশ্মীরের পাঁচ বছরের রিপোর্ট কার্ড থেকে বোঝা যায় যে সেখানে শূন্য সমান্তরাল ক্ষতি হয়েছে, শূন্য আইনশৃঙ্খলার অবনতির ঘটনা ঘটেছে এবং শূন্য নাগরিক হতাহতের সংখ্যা এসে দাঁড়িয়েছে। সন্ত্রাসবাদের গ্রাফ যা জম্মু ও কাশ্মীরের বদনাম বয়ে এনেছিল, তাও শূন্যের কোঠায় নেমে এসেছে।”
বিদায়ী ডিজিপি তাঁর ভাষণে উল্লেখ করেন, ‘সন্ত্রাস’-এর ঘটনা মোকাবেলার জন্য কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৩টি থানাকে সর্বাধুনিক অস্ত্র, ড্রোন এবং ১৪-সদস্যের একটি স্কোয়াড দিয়ে সজ্জিত করার জন্য “অপারেশন ক্যাপাসিটি বিল্ডিং” চালু করা হয়েছিল। নতুন এই দলগুলোর সহায়তায় এলাকায় আধিপত্য জোরদার করা হবে।
প্রথম পর্যায়ে, ২১টি থানাকে স্কোয়াড দিয়ে ঘেরা হয়েছে, এবং বাকি ২২টি থানাকেও শূন্য-সন্ত্রাস পরিকল্পনার অধীনে সজ্জিত করা হচ্ছে অনন্তনাগে রিপোর্ট করা তিনটি ‘সন্ত্রাসী ঘটনা’ ছাড়া ৩৬টি থানাকে ১০০ শতাংশ ‘সন্ত্রাসমুক্ত রেকর্ড’ দেখানো হয়েছে।
দিলবাগ সিং তাঁর ভাষণে উল্লেখ করেছেন যে কুপওয়ারার মাচিলে পাঁচ জঙ্গির হত্যা ইঙ্গিত দেয় যে শত্রুরা জম্মু ও কাশ্মীরে শান্তি ব্যাহত করছে।
তিনি বলেন, “আমাদের সীমান্ত নিরাপত্তা এতটাই শক্তিশালী তাই আমরা নিশ্চিত করে বলতে পারি যে এলওসি-তে সমস্ত সন্ত্রাসী ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।”
পরিশেষে তিনি বলেন, জম্মু ও কাশ্মীর পুলিশ জনগণের পুলিশ, জনগণের নিরাপত্তার জন্য তারা কাজ করছে। আমরা জনগণকে আরও ভালো আগামী দিনের জন্য পুলিশকে তাদের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানাই।
জম্মু ও কাশ্মীরের এই রিপোর্টকে সম্বল করে আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি এবং অমিত শাহরা যে ৩৭০ ধারা অবলুপ্তির সমর্থনে ভাষণ দিয়ে দেশের নিরাপত্তার প্রশ্নে নিজেদের কৃতিত্বকে জাহির করে ভোট ব্যাঙ্ক মজবুতের চেষ্টা চালাবেন তাতে কোনও সন্দেহ নেই।
❤ Support Us