- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জুলাই ৬, ২০২৪
অভিষেকেই ব্যর্থ রিয়ান, অভিষেক, ধ্রুবরা, জিম্বাবোয়ের কাছে লজ্জার হার ভারতের

রোহিত শর্মা, বিরাট কোহলিদের উত্তরসূরীরা কতটা তৈরি, জিম্বাবোয়ের বিরুদ্ধে ছিল প্রথম পরীক্ষা। আর সেই প্রথম পরীক্ষায় চূড়ান্ত ব্যর্থ অভিষেক শর্মা, রিয়ান পরাগ, ধ্রুব জুরেললা। টি২০ ক্রিকেটে দেশের হয়ে অভিষেক ম্যাচে নিজেদের মেলে ধরতে পারলেন না রিয়ানরা। বিশ্বকাপজয়ীদের ছাড়া জিম্বাবোয়ের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলতে নেমেই প্রথম ম্যাচে লজ্জার মুখে পড়তে হল ভারতকে। টানটান উত্তেজনার ম্যাচে জিম্বাবোয়ের কাছে হার ১৩ রানে। ১১৬ রান তুলেই হিমসিম খেলেন আইপিএল কাঁপানো ব্যাটাররা।
টস জিতে হারারে স্পোর্টস ক্লাবের মাঠে এদিন জিম্বাবোয়েকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক শুভমান গিল। তাঁর মনে হয়েছিল এই উইকেটে রান তাড়া করতে খুব একটা সমস্যা হবে না। কিন্তু তাঁর ধারণা যে ভুল ছিল, ভারতীয় ইনিংসের শুরুতেই প্রমাণ হয়ে যায়। জয়ের জন্য মাত্র ১১৬ রান তাড়া করতে নেমে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়।
প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৫ রান তোলে জিম্বাবোয়ে। দ্বিতীয় ওভারে ইনোসেন্ট কাইয়াকে (০) হারালেও জিম্বাবোয়ের রানের গতি কমেনি। দলকে লড়াইয়ে রেখেছিলেন ওয়েসলি মাধেভেরে (২২ বলে ২১), ব্রায়ান বেনেট (১৫ বলে ২২)। পরে দলকে এগিয়ে নিয়ে যান সিকান্দার রাজা (১৯ বলে ১৭), ডিওন মেয়ার্স (২২ বলে ২৩)। তবে স্পিনাররা আক্রমণে আসতেই রান তোলার গতি কমে যায় জিম্বাবোয়ের। ক্লাইভ মাদান্দের (২৫ বলে অপরাজিত ২৯) সৌজন্যে ১১৫ রানে পৌঁছতে সক্ষম হয়। দুরন্ত বোলিং করেন রবি বিষ্ণোই। ৪ ওভারে ২টি মেডেনসহ ১৩ রানে ৪ উইকেট তুলে নেন। ১১ রানে ২ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। ১টি করে উইকেট নেন মুকেশ কুমার ও আবেশ খান।
এদিন শুভমান গিলের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন অভিষেক শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকলগ্ন সুখের হল না অভিষেকের। মাত্র ৪ বল খেলে কোনও রান না করে ডাগ আউটে। চতুর্থ ওভারে আউট ঋতুরাজ গায়কোয়াড় (৯)। অভিষেক সুখের হয়নি রিয়ান পরাগেরও (২)। একই দুরাবস্থা ধ্রুব জুরেলেরও (৭)। রিঙ্কু সিংও (০) ব্যর্থ। শুভমান গিল লড়াই করছিলেন। ২৯ বলে ৩১ রান করে সিকান্দার রাজার বলে বোল্ড হন তিনি। রবি বিষ্ণোই করেন ৯। ৬১ রানে ৭ উইকেট হারায় ভারত। ওয়াশিংটন সুন্দর ও আবেশ খান জুটি ভারতকে লড়াইয়ে রেখেছিল। আবেশ (১২ বলে ১৬) ফিরতেই চাপে পড়ে যায় ভারত। শেষ ওভারে ভারতের জয়ের জন্য দরকার ছিল ১৬ রান। ১ বল বাকি থাকতে ১০২ রানে গুটিয়ে যায় ভারত। ৩৪ বলে বলে ২৭ রান করে আউট হন ওয়াশিংটন সুন্দর। ২৫ রানে ৩ উইকেট নেন সিকান্দার রাজা। ১৩ রানে ৩ উইকেট তেন্দাই ছাতারার।
❤ Support Us