Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২৯, ২০২৪

শেষ ম্যাচে জিম্বাবোয়েকে ৯৯ রানে হারিয়ে একদিনের সিরিজ জিতে নিল পাকিস্তান

আরম্ভ ওয়েব ডেস্ক
শেষ ম্যাচে জিম্বাবোয়েকে ৯৯ রানে হারিয়ে একদিনের সিরিজ জিতে নিল পাকিস্তান

সিরিজের প্রথম ম্যাচেই ধাক্কা। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ডাকওয়ার্থ–লুইস নিয়মে হেরে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজে পিছিয়ে পড়েছিল পাকিস্তান। প্রথম ম্যাচের পরাজয় সম্ভবত আঁতে ঘা দিয়েছিল পাকিস্তানকে। পরের ম্যাচেই দুর্দান্ত প্রত্যাবর্তন। জিম্বাবোয়েকে ১০ উইকেটে উড়িয়ে সিরিজে সমতা ফিরিয়েছিল। তৃতীয় ম্যাচেও দারুণ জয়। জিম্বাবোয়েকে ৯৯ রানে হারিয়ে ৩ ম্যাচের একদিনের সিরিজ ২–১ ব্যবধানে জিতে নিল পাকিস্তান।
বুলাওয়ের কুইনস স্পোর্টস ক্লাবের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। ভাল শুরু করেছিলেন আগের ম্যাচে সেঞ্চুরি করা সাইম আয়ুব। কিন্তু এদিন ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি। ৩৭ বলে ৩১ রান করে আউট হন। অন্য ওপেনার আবদুল্লা শফিক ৬৮ বলে ৫০ করে ফেরেন। ১১২ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। এরপর দলকে এগিয়ে নিয়ে যান কামরান গুলাম ও অধিনায়ক মহম্মদ রিজওয়ান। জুটিতে ওঠে ৮৯।
২০১ রানের মাথায় আউট হন রিজওয়ান। ৪৭ বলে তিনি করেন ৩৭। রিজওয়ান ফেরার পরই সেঞ্চুরি পূর্ণ করেন কামরান গুলাম। একদিনের আন্তর্জাতিক ম্যাচে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি। শেষপর্যন্ত ৯৯ বলে ১০৩ রান করে তিনি আউট হন। মারেন ১০টি ৪ ও ৪টি ৬। ২৬ বলে ৩০ রান করে আউট হল সলমান আগা। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৩ রান তোলে পাকিস্তান। জিম্বাবোয়ের হয়ে সিকান্দার রাজা ও এনগাভারা ২টি করে উইকেট পান।
জয়ের জন্য ৩০৪ রানের বড় টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই ধাক্কা খায় জিম্বাবোয়ে। এদিন দুই প্রান্তেই স্পিনারদের দিয়ে আক্রমণ শুরু করেছিলেন পাকিস্তান অধিনায়ক মহম্মদ রিজওয়ান। তৃতীয় ওভারের প্রথম বলে জয়লর্ড গাম্বিয়েকে (‌৫)‌ তুলে নেন সাইম আয়ুব। পঞ্চম বলে ফেরান ডিওন মায়ের্সকে (‌৪)‌। মারুমানি (‌৩০ বলে ২৪)‌ ও অধিনায়ক ক্রেগ আরভিন (‌৬৩ বলে ৫১)‌ দলকে এগিয়ে নিয়ে যান। মারুমানিকে ফেরান আবরার আহমেদ। আরভিনকে তুলে নেন আমের জামাল। তার আগেই সিন উইলিয়ামসকে (২৯ বলে ২৪)‌ ফেরান হ্যারিস রউফ। শেষ পর্যন্ত ৪০.‌১ ওভারে ২০৪ রানে গুটিয়ে যায় জিম্বাবোয়ে। ২৭ বলে ৩৭ রান করেন ব্রায়ান বেনেট। পাকিস্তানের হয়ে সাইম আয়ুব, আবরার আমেদ, হ্যারিস রউফ ও আমের জামাল ২টি করে উইকেট নেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!