Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২৮, ২০২৪

১০৯ তম বর্ষে পদার্পণ জুওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার।পয়লা জুলাই থেকে কলকাতায় শুরু অ্যানিমাল ট্যাক্সনমি সামিট

আরম্ভ ওয়েব ডেস্ক
১০৯ তম বর্ষে পদার্পণ জুওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার।পয়লা জুলাই থেকে কলকাতায় শুরু অ্যানিমাল ট্যাক্সনমি সামিট

চলতি বছরে জুওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার ১০৯ তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে ‘ অ্যানিমাল ট্যাক্সনমিক সামিট ২০২৪ ‘ –এর আয়োজন করা হয়েছে। জুলাই মাসের ১ থেকে ৩ তারিখ পর্যন্ত এই সামিট চলবে।

১৯১৬ সালের ৩০ জুন কলকাতায় জুওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা হয়। ভারতের অন্যতম অগ্রণী গবেষণা কেন্দ্ররূপে এই সংস্থা প্রথম সারিতে আছে। বর্তমানে এই সংস্থা ভারত সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক-এর অধীন । মূলত জরিপ ও অনুসন্ধানের মাধ্যমে এই সংস্থাটি ভারতের প্রাণীজ সম্পদের নথিভুক্তিকরণ করে । পাশাপাশি দেশের ব্যতিক্রমী প্রাণী বৈচিত্রের ওপর গবেষণা করে তারা।

আগামী ৩০ জুন সংস্থার প্রতিষ্ঠা দিবসে মূল অতিথি রূপে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের মন্ত্রী ভুপেন্দর যাদব। অ্যানিমাল ট্যাক্সনমি সামিটের উদ্বোধন করবেন তিনি। উপস্থিত থাকবেন পরিবেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং। বন মন্ত্রকের ডিরেক্টর জেনারেল ও বিশেষ সচিব জিতেন্দ্র কুমারও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

ইভেন্টে প্রাণীজ সম্পদের অন্বেষণ এবং সুরক্ষার বার্তা অন্তর্ভুক্ত থাকবে। জুওলজিকাল সার্ভে ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে (যেমন- বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, বেরহামপুর বিশ্ববিদ্য্যালয়, মাদুরাই কামরাজ বিশ্ববিদ্যালয় ইত্যাদি ) ১০ টি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা আছে। পরিবেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতি তুলে ধরার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। অ্যানিমাল ট্যাক্সনমি সামিটের তিনদিনের তিনটি থিম হল- 1) শ্রেণীবিন্যাস, পদ্ধতিগত ও বিবর্তন, 2) বাস্তুবিদ্যা এবং প্রাণী আচরণ; 3) জীববৈচিত্র্য ও সংরক্ষণ। সারা দুনিয়া থেকে ৩৫০ জন অতিথি এই সামিটে অংশগ্রহন করছেন। তাদের মধ্যে লন্ডন হিস্ট্রি মিইউজিয়ামের অতিথিরাও উপস্থিত থাকবেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!