- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ১, ২০২২
সুন্দরবন, ইছামতী সহ রাজ্যে আরও সাতটি নতুন জেলা
মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক কাদের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত

প্ৰশাসনিক কাজের সুবিধার জন্য রাজ্যে আরও সাতটি জেলা । নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
উত্তর চব্বিশ পরগণা জেলাকে ভেঙে নতুন জেলা হচ্ছে ইছামতী । অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগণা জেলা ভেঙ্গে তৈরি হচ্ছে নতুন জেলা সুন্দরবন । এছাড়াও আরও পাঁচটি নতুন জেলা হল বসিরহাট, রানাঘাট, বহরমপুর-কান্দি, জঙ্গিপুর, বিষ্ণুপুর । অর্থাৎ ভাগ হল নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলা ।
প্রসঙ্গত, আগেই উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বলেছিলেন সুন্দরবন বা সন্দেশখালির প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের, সরকারি কাজে আলিপুর বা বারসতে আসতে হয়, তবে যাতায়াতেই অনেকটা সময় নষ্ট হয় ।
এর আগেই প্রশাসনিক কাজে গতি আনতে রাজ্যের একাধিক জেলাকে ভাগ করা হয়েছিল । বর্ধমান ভেঙে তৈরি হয়েছিল পূর্ব ও পশ্চিম বর্ধমান । দার্জিলিং ভেঙে তৈরি হয়েছে কালিম্পং । পশ্চিম মেদিনীপুর ভেঙে ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি ভেঙে আলিপুরদুয়ার । সোমবার মন্ত্রিসভার বৈঠকেই জেলাভাগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের জেলায় এই পরিবর্তন সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, বলে মনে করছে রাজনৈতিক মহল। মু্খ্যমন্ত্রীর আজকের ঘোষণার আগে, পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা ছিল ২৩টা। যোগ হল আরও সাতটি নতুন জেলা।
❤ Support Us