Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • অক্টোবর ১৭, ২০২৫

এবার আইসিসিআর মঞ্চে স্বপ্না দে-র, ‘হে একা সখা’

আরম্ভ ওয়েব ডেস্ক
এবার আইসিসিআর মঞ্চে স্বপ্না দে-র, ‘হে একা সখা’

কন্ঠে রবীন্দ্রনাথ আর বুদ্ধদেব বসুর কবিতা এবং অভিনয়ে বেহুলা-লখিন্দরের আবহমান কথকথা নিয়ে এবার, শনিবার সন্ধ্যায় আইসিসিআর মঞ্চে উঠবেন, আবৃত্তি করবেন স্বপ্না দে। আবৃত্তি শিল্পে, সঞ্চালনে তাঁর দক্ষতা প্রশ্নাতীত। বেতার-দূরদর্শনের নিয়মিত ঘোষিকা স্বপ্না যে-ভাবে নিজের স্বকীয়তা স্থাপন করেছেন, যে-ভাবে যাপন আর মননকে স্বতন্ত্রায়িত চেহারা দিয়েছেন, তা অবশ্যই আরেক উজ্জ্বল ব্যতিক্রম। ৫০ দিন আগে, জ্ঞান মঞ্চে তাঁর একক আবৃত্তি আর অভিনব অভিনয়ের দুঃসাহস দেখেছে কলকাতার বৈদগ্ধ। সেদিন কানায় কানায় পূর্ণ জ্ঞান-সদন। সামনে একা স্বপ্না। কণ্ঠে পরপর রবীন্দ্রকবিতা, সব শেষে বুদ্ধদেব বসুর ‘বাইশে শ্রাবণ’। বিস্মিত, স্তম্ভিত দর্শক। অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হলে খানিকটা বিরতি, কিছুক্ষণের মধ্যেই রূপান্তরিত চেহারা, স্বরধ্বনি আর কথকথায় বেহুলার রূপধারণ করে সামনে এলেন নন্দিত আবৃত্তিকার। উচ্চারণ আর অভিনয়ের কৌশলে অভিভূত দর্শক, তাঁর চেনা-অচেনা গুণমুগ্ধরা। লোকায়ত কাহিনীর বেহুলা পুনরুজ্জীবিত হয়ে উঠলেন কিছুক্ষণের মধ্যেই। নাগরিক কলকাতা বেহুলার এই রূপ, এই মূর্তি সম্ভবত আগে দেখেনি। শম্ভু মিত্রের ‘চাঁদ বণিকের পালা’ বাংলা ভাষার অন্যতম সেরা নাটক। ১৯৯৪ সালে শম্ভু মিত্র আর শাঁওলী মিত্রের কণ্ঠে চাঁদ বণিক আর বেহুলার শ্রুতিনাটক শুনেছে বাংলা। প্রশ্ন আর আক্ষেপ অনেকেরই যে, কেন শম্ভু মিত্র নাটকটি মঞ্চস্থ করেন নি, করলে সে এক বিরলতম দৃষ্টান্ত হয়ে থাকত। স্বপ্নার মঞ্চস্থ বেহুলার কাহিনী সম্পূর্ণ অন্যরকম। এখানে লোকায়ত বেহুলাই মুখ্য। প্রান্তজনের মাতৃত্ববোধ আর নারীত্বকে গুরুত্ব দিয়ে ‘মনসামঙ্গল’–এর বেহুলাকে মঞ্চে নিয়ে এসেছিলেন স্বপ্না।

আশা করা যেতে পারে, ৫০ দিনের ব্যবধানে তাঁর অনুশীলন, তাঁর আবৃত্তিময় অভিনয়ে বেহুলা অধিকতর জাগ্রত, রূপান্তরিত, শিল্পিত হয়ে উঠবেন, আইসিসিআর-এর মঞ্চে।

আমাদের বলতে ভালো লাগছে, ‘হে একা সখা’-র স্বপ্না বিলকূল একা নন, এবারও তাঁকে সঙ্গ দেবেন খ্যাতিমান স্থপতি দীপঙ্কর দাস, গণসঙ্গীতের কারিগর শুভেন্দু মাইতি, মঞ্চশিল্পী সৌমিক, সৌমেন, অনুপম এবং দীপক সেন। স্থাপত্যভাবনার বাইরেও দীপঙ্কর, যে নিষ্ঠা আর নির্মোহ আবেগ নিয়ে স্বপ্নাকে প্রাণিত, অনুপ্রাণিত করছেন, অনেকেরই শুদ্ধচিন্তার রসদ যোগাবে তা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!