Advertisement
  • দে । শ ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মার্চ ২৯, ২০২৩

একলব্যর ‘থাপ্পড়’-এ বিপাকে তাপসী। থানায় অভিযোগ দায়ের। আপাতত প্রতিক্রিয়াহীন ‘শাবানা’

সাগ্নিক দাস
একলব্যর ‘থাপ্পড়’-এ বিপাকে তাপসী। থানায় অভিযোগ দায়ের। আপাতত প্রতিক্রিয়াহীন ‘শাবানা’

চিত্র : সংবাদ সংস্থা

তাপসী পান্নুর বিরুদ্ধে ধর্মীয় আবেগে আঘাত করবার অভিযোগ দায়ের করলেন বিজেপি সাংসদ মালিনী গৌরের পুত্র একলব্য সিংহ গৌর। সম্প্রতি নিজের একটি ছবি তিনি সামাজিক প্রচারমাধ্যমে শেয়ার করেছিলেন। যাতে দেখা যাচ্ছে, স্বল্পবসনা অবস্থায় দেবী লক্ষ্মীর লকেট বুকে নিয়ে তিনি রয়েছেন। বিষয়টি ধর্মের ধ্বজাধারীদের পছন্দ হয়নি। তাই হিন্দু রক্ষক সংগঠনের রোষানলে ‘পিঙ্ক’ খ্যাত অভিনেত্রী।

গত ১২ মার্চ মুম্বইয়ের একটি ফ্যাশন শোয়ের র‍্যাম্পে হেঁটেছিলেন তাপসী পান্নু। বিখ্যাত পোষাক প্রস্তুতকারক মনীষা জয়সিংহের তৈরি পোষাক পরিধান করেছিলেন তিনি । সেসময় তাঁর উজ্জ্বল লাল রঙের গাউনের সঙ্গে বুকে শোভা পাচ্ছিল ভারি সোনালি নেকপিস। যার লকেটে ছিল দেবী লক্ষ্মীর মূর্তি । দুদিন পর ছবিটি সামাজিক প্রচার মাধ্যমে শেয়ার করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়, সেই সঙ্গে শুরু হয় বিতর্ক।

পুলিশ জানিয়েছে, ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্য অভিনেত্রী তাপসীর পান্নুর বিরুদ্ধে তাঁদের কাছে অভিযোগ জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত করবেন তাঁরা। যদিও, এই বিষয়ে অভিনেত্রীর তরফে এখনও কোন প্রতিক্রিয়া বা বিবৃতি জানানো হয়নি।

বিনোদন জগতে মেয়েদেরকে পণ্য রূপে ব্যবহার করার প্রবণতা বহু দিনের। নির্ভয়া কাণ্ডের পর মহিলাকন্দ্রিক ছবি তৈরির একটি বিকল্প ধারা তৈরি হলেও, নারী শক্তির প্রতি দৃষ্টিভঙ্গির খুব বেশি পরিবর্তন ঘটেনি। সম্প্রতি পাঠান ছবিতেও একটি গানে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের পোষাক নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। গৈরিক রোষের শিকার হয়েছিলেন বলিউডের পিকু। তাপসীর ক্ষেত্রেও তাঁর ব্যতিক্রম দেখা গেল না। প্রতিটি ক্ষেত্রেই ধর্মের অসম্মানকে বড়ো করে দেখছেন গেরুয়া শিবিরের নেতারা। সিনেমা জগতে মেয়েদের অমর্যাদা তাঁদের কাছে উপেক্ষিতই থেকে যাচ্ছে। ভারত মাতার জয়ের শ্লোগান তোলা ধর্মের ধ্বজাধারীদের কাছে ভারতীয় নারীদের মর্যাদার গুরুত্ব কোথায়?


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!