Advertisement
  • দে । শ ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • আগস্ট ২৯, ২০২৩

‌রাখি পরাতে বচ্চনের ‘‌জলসা’‌য় যাবেন মমতা ব্যানার্জি

আরম্ভ ওয়েব ডেস্ক
‌রাখি পরাতে বচ্চনের ‘‌জলসা’‌য় যাবেন মমতা ব্যানার্জি

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিজের বাসভবনে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন অমিতাভ বচ্চন। বুধবার রাখি বন্ধনের দিন মুম্বইয়ে অমিতাব বচ্চনের ‘‌জলসা’‌–তে হাজির থেকে তাঁকে রাখি পরাবেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির সঙ্গে যেতে পারেন তাঁর ভাইপো অভিষেক বন্দোপাধ্যায়ও।
আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর মুম্বইয়ে বিজেপি বিরোধী জোটের তৃতীয় মহাবৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে যোগ দিতে ৩০ আগস্ট, বুধবার মমতা ব্যানার্জির মুম্বই যাওয়ার কথা। বিকেলে মুম্বই পৌঁছে সন্ধ্যায় অমিতাভ বচ্চনের ‘জলসা’য় যেতে পারেন মমতা ব্যানার্জি। চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে বেশ কয়েকবার কলকাতা এসেছেন অমিতাভ বচ্চন। মমতা ব্যানার্জির সঙ্গে এক মঞ্চে উপস্থিত থেকেছেন অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। কলকাতায় এসে মমতাকে নিজেদের বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন জয়া বচ্চন। মমতার মুম্বই যাওয়ার কথা জানতে পেরে আবার আমন্ত্রণ জানিয়েছেন।
রাখি বন্ধনের সন্ধ্যায় অমিতাভ বচ্চনের বাসভবনে গিয়ে তাঁর হাতে রাখি পরাতে পারেন মমতা। ওয়াকিবহাল মহলের এমনই ধারণা। মমতার সঙ্গে অমিতাভ বচ্ছনের সম্পর্ক যথেষ্ট ভাল। দীর্ঘদিন ধরেই অমিতাভকে ভারতরত্ন পুরস্কার দেওয়ার দাবি জানিয়ে আসছেন মমতা। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচারও করেছিলেন অমিতাব বচ্চন ও জয়া বচ্চন।
রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, তৃমমূল থেকে জয়া বচ্চনকে রাজ্যসভায় পাঠানোর ব্যাপারেও আলোচনা হতে পারে। আগামী বছর এপ্রিলে উত্তরপ্রদেশ থেকে সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনের রাজ্যসভায় মেয়াদ শেষ হবে। ওই সময়ে বাংলায় তৃণমূলের চার সাংসদেরও মেয়াদ ফুরোবে। তখন বাংলা থেকে জয়া বচ্চনকে আবার রাজ্যসভায় জায়গা করে দেওয়া হতে পারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!