শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে সামাজিক প্রতিনিধি সম্মলনের আয়োজিত অনুষ্ঠানে রবিবার যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। সেই সভা মঞ্চ থেকেই তিনি বললেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান ভারত আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। অন্য কোন দেশ এখন আর ভারতের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না’। ভারতের প্রতিবেশি দেশ আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তানের পরিস্থিতিও খারাপ করে তুলছে তালিবানরা। তবে যদি কোনক্রমে পাকিস্তান পেরিয়ে ভারতের দিকে আসার চেষ্টা করে তালিবানরা, তাহলে তাঁদের উপর এয়ারস্ট্রাইক করার জন্য প্রস্তুত ভারত’।
পাশাপাশি এদিন সমাজ পার্টিকে আক্রমণ শাণিয়ে ওই দলের প্রধান প্রকাশ রাজভারকে মুখ্যমন্ত্রী যোগী বলেন, ‘মন্ত্রী হতে চেয়েছিলেন বাবা, এক ছেলে চেয়েছিলেন বিধান পরিষদের সদস্য হতে আর অন্যজন চেয়েছিলেন সাংসদ হতে। এই ধরনের প্রতারণার রাজনীতি যারা করেন, তাঁদের দোকান বন্ধ হওয়ায়ই উচিৎ’।
সামনেই রয়েছে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। আর তার আগেই করা মুডে দেখা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে। যে কোনও রকম অন্যায়ের যোগ্য জবাব দিতে প্রস্তুত তাঁর দেশ । এবং সেই কথাই সুর চড়িয়ে শোনালেন অদিত্যনাথ।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34