- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২১, ২০২৪
প্রিয়াঙ্কার মধ্যস্থতা, উত্তরপ্রদেশে হাতে হাত অখিলেশের। বললেন ‘যার শেষ ভাল, তার সব ভাল’
জোট হওয়ার আগেই একতরফাভাবে ২৭টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। ইন্ডিয়া জোটে আবার ভাঙনের সম্ভাবনা তৈরি হয়েছিল। অবশেষে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে আসন্ন লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট গড়তে চলেছে সমাজবাজী পার্টি। কংগ্রেসের সঙ্গে একসঙ্গে লড়াই করার কথা জানিয়ে দিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বুধবার তিনি বলেন, ‘সব ঠিক আছে। যার শেষ ভাল, তার সব ভাল।’
উত্তরপ্রদেশে ৮০টি লোকসভা আসনের মধ্যে কংগ্রেস ২০টি আসন দাবি করেছিল। সমাজবাদী পার্টি কংগ্রেসকে ১৭টি আসন ছাড়তে রাজি ছিল। আসন রফা নিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধির সঙ্গে অখিলেশ যাদবের কথা হয়েছে। ১৮ কিংবা ১৯টি আসন কংগ্রেসকে ছাড়তে পারে সমাজবাদী পার্টি। দু–একদিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে এবং আনুষ্ঠানিকভাবে জোটের কথা ঘোষণা করা হবে।
অনেকেই সমাজবাদী পার্টির সঙ্গে কংগ্রেসের সমঝোতা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। আশঙ্কা আরও ঘনীভূত হয়েছিল। কংগ্রেস নেতা রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রায় অখিলেশ যাদব যোগ না দেওয়ায়। এই ব্যাপারে অখিলেশ বলেন, ‘রাহুল গান্ধির সঙ্গে আমার কোনও মতবিরোধ নেই।’
সমাজবাদী পার্টি কংগ্রেসকে ১৭টি আসন ছাড়ার প্রস্তাব দিলেও মোরাদাবাদ এবং বালিয়া আসন চায় কংগ্রেস। মোরাদাবাদে ২০০৯ সালে কংগ্রেসের প্রার্থী হিসাবে জিতেছিলেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিন। গত লোকসভা ভোটে ওই কেন্দ্রে সমাজবাদী পার্টির প্রার্থী জেতেন। সম্প্রতি মোরাদাবাদ পুরসভা ভোটে কংগ্রেস দ্বিতীয় স্থান পেয়েছে কংগ্রেস। মোরাদাবাদে প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্টকে দাঁড় করাতে পারে কংগ্রেস। মোরাদাবাদ, বালিয়া ছাড়াও প্রতাপগড়, বিজাউনোর এবং সীতাপুর আসনও চেয়েছে কংগ্রেস।
❤ Support Us