- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ২০, ২০২৪
২১ ফেব্রুয়ারি থেকে আবার কৃষকদের ‘দিল্লি অভিযান’ শুরু
ধান, গম চাষের পরিবর্তে আন্দোলনরত কৃষকদের কেন্দ্র সরকারের পক্ষ থেকে ডাল, ভুট্টা, তুলো চাষের কথা বলা হয়েছিল। এই তিনটি ফসলের ওপর নূন্যতম সহায়ক মূল্যের প্রস্তাব দেওয়া হয়েছিল। সরকারের প্রস্তাব মেনে নেননি কৃষক নেতারা। সরকার দাবি না মানায় বুধবার থেকে আবার ‘দিল্লি চলো অভিযান শুরু করছেন কৃষকরা।
রবিবার রাতে চণ্ডীগড়ে কৃষক নেতাদের সঙ্গে চতুর্থ দফার বৈঠকে বসেছিলেন তিন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, পীযূষ গেয়েল ও নিত্যানন্দ রাই। সেই বৈঠকে কৃষক নেতাদের ধান ও গম চাষের পরিবর্তে ডাল, ভুট্টা ও তুলো চাষের প্রস্তাব দেওয়া হয়েছিল। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রীরা বলেছিলেন, সরকারি সংস্থাগুলি আগামী পাঁচ বছর ন্যূনতম সহায়ক মূল্যে ফসল কেনার জন্য কৃষকদের সঙ্গে চুক্তি করবে। ফসল কেনার কোনও ঊর্ধ্বসীমা থাকবে না। কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে রবিবারের বৈঠকের পর কৃষক সংগঠনগুলি নিজের মধ্যে আলোচনার জন্য দু’দিন সময় চেয়েছিল। নিজেদের মধ্যে আলোচনার পর সরকারের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কৃষক নেতারা।
কৃষক নেতাদের মনে হয়েছে, মূল দাবি থেকে নজর ঘোরানোর জন্য সরকারের পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে। কিষাণ মোর্চার নেতা সারওয়ান সিং পান্ধের সংবাদমাধ্যমকে বলেন, ‘কোনও সংগঠনই সরকারের প্রস্তাব মেনে নেয়নি। এই মুহূর্তে সরকারের সঙ্গে আর আলোচনার কোনও অবকাশ নেই। সরকারের সঙ্গে আলোচনার জন্য দিল্লি অভিযান স্থগিত রেখেছিলাম। বুধবার থেকে আবার অভিযান শুরু হবে। পাঞ্জাব, হরিয়ানাসহ আরও অন্যান্য রাজ্যের কৃষকরা দিল্লি অভিযানে অংশ নেবে।’
এদিকে আজ দুপুরে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা অমরিন্দর সিং । নিজের এক্স হ্যান্ডেলে এই বৈঠক সম্পর্কে তিনি লেখেন, প্রধানমন্ত্রীর সঙ্গে পাঞ্জাব সহ আন্দোলনরত কৃষকদের দাবি দাওয়া নিয়ে বিস্তারিত কথা হয়েছে । যদিও আন্দোলনরত কৃষকদের দাবি নিয়ে কেন্দ্রের কী অবস্থান, তা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
❤ Support Us