- প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ২৪, ২০২২
আনিসকাণ্ড : আমাদের বলির পাঁঠা করা হয়েছে, ওসির নির্দেশে গিয়েছিলাম জানালেন ধৃত দুই পুলিশকর্মী ।

সময় যত গড়াচ্ছে আনিস খান হত্যাকাণ্ডে রহস্য তত ঘনীভূত হচ্ছে। এই ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন গ্রেফতার হওয়া হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়ার। সরাসরি ষড়যন্ত্র এবং ফাঁসানোর অভিযোগ করেছেন তাঁরা।
বৃহস্পতিবার উলুবেড়িয়া আদালতে ধৃতদের পেশ করা হয়। তখনই গ্রেফতার হওয়া হোমগার্ড কাশ্মীনাথ বেরা এবং সিভিক ভলেন্টিয়ার প্রীতম ভট্টাচার্য বলেন, ‘আমরা সম্পূর্ণ ভাবে নির্দোষ। আমাদের বলির পাঁঠা করে আনিস হত্যাকাণ্ডে জল ঢালা হচ্ছে। আমাদের থানা থেকে পাঠানো হয়েছিল। আমরা ওসি-র অর্ডার পালন করতে গিয়েছিলাম। সরাসরি ওসি-র বিরুদ্ধে নির্দেশ দেওয়ার অভিযোগ তোলেন তাঁরা। এই বিষয়ে আনিস খানের দাদা সাবির খান বলেছেন, ‘আমরা এজন্যই প্রথম থেকে বলছিলাম পুলিস নাটক করছে। এই নাটক আমরা আর সহ্য করতে পারছি না । সিটের উপর আমাদের ভরসা নেই। আমরা সিবিআই তদন্ত চাইছি । ওসি-কে জিজ্ঞেসাবাদ শুরু করা হোক।
আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ডে বুধবার গ্রেফতার করা হয় হোমগার্ড কাশ্মীনাথ বেরা এবং সিভিক ভলেন্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে। রাজ্য পুলিসের ডিজি মনোজ মালব্য জানান, এই ঘটনায় প্রাথমিক তদন্তের ভিত্তিতে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, তদন্তে সহযোগিতা করা হচ্ছে না। পুলিস এবং সিটকে কাজে বাধা দেওয়া হচ্ছে। কাজে সহযোগিতা করার অনুরোধ করেন তিনি। জানান, ১৫ দিনের মধ্যে সত্যি সকলের সামনে আনা হবে।
❤ Support Us