Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ২১, ২০২৫

যাদবপুর বিশ্ববিদযালয়ে ফের র‍্যাগিংএর ঘটনা। ঘটনার তদন্তে অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড, জানালেন অন্তর্বর্তী উপাচার্য

আরম্ভ ওয়েব ডেস্ক
যাদবপুর বিশ্ববিদযালয়ে ফের র‍্যাগিংএর ঘটনা। ঘটনার তদন্তে অ্যান্টি র‍্যাগিং স্কোয়াড, জানালেন অন্তর্বর্তী উপাচার্য

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন-হোস্টেলে ফের র‍্যাগিংয়ের ঘটনা। ২ বছরে আগের ঘটনার পর বদলে যায়নি কিছুই, ৪ ঘন্টার বেশি সময় ধরে চিহ্নিত ‘র‌্যাগার’-দের হাতে নিগৃহিত ফিল্ম স্টাডিজের পড়ুয়া। আক্রান্ত ছাত্রের পরিবারের লোকজনকে যৌন নির্যাতন করবার হুমকি।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের ফলে বাংলা বিভাগের প্রথমবর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য। গ্রেফতার হয়েছিল অভিযুক্ত পড়ুয়ারা। র‍্যাগিং-এর বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। সে ঘটনার ২ বছর পেরিয়ে গেছে, কিন্ত অবস্থার পরিবর্তন যে হয়নি তা আবার প্রমানিত হলো । এবার মেন হোস্টেলে আবার র‍্যাগিংয়ের অভিযোগ। যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদের নাম অতীতে নানান সময়ে র‍্যাগিংয়ের ঘটনায় উঠে এসেছিল। বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টে এঁরা দোষীসাব্যস্ত করেছিল, কর্তৃপক্ষ তাঁদের সাসপেন্ড করতে চাইলেও, আদালত তাঁদের রক্ষাকবজক দিয়েছে। ছাড় পেয়ে কি তাঁদের সাহস আরো বেড়ে গেছে ?

অভিযোগ, ৪ ঘণ্টারও বেশি সময় ধরে ফিল্ম স্টাডিজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে ঘরে বন্দি করে শারীরিক ও মানসিক হেনস্থা করা হয়েছে। মারধোরের পাশাপাশি আক্রান্ত ছাত্রের পরিবারকে যৌন নির্যাতনের হুমকি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এমনকি ওই ছাত্রকে চাপ দিয়ে মুচলেকা লিখিয়ে নেওয়া হয়। ফেসবুকে ‘মিথ্যা অভিযোগ করেছি’ লিখে পোস্ট করানো হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলিতে লাগাতার র‍্যাগিংয়ের ঘটনায় পড়ুয়াদের মনে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিংয়ের ঘটনার বিরুদ্ধে গত বছর মুখ খুলেছিলেন ওই পড়ুয়া। তারই ‘বদলা’ নিতে এই পরিকল্পনা। জনা ১০–১২ ছেলে মিলে তাঁর উপর চালাতে নিগ্রহ চালিয়েছে।

বৃহস্পতিবার আক্রান্ত পড়ুয়া বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং কমিটির কাছে অভিযোগ জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এই ঘটনায় আমি পুলিশে যাব কি না, সেটা আলোচনা করে ঠিক করব। এখন আমার কাছে বিষয়টি মিটিয়ে নেবার প্রস্তাব আসছে। আমি তাতে রাজি নই, কিন্তু আমি চাই, বিশ্ববিদ্যালয় আর হস্টেল থেকে র‍্যাগিংকালচার সম্পূর্ণভাবে নির্মূল হোক।’ র‍্যাগিং-এর ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। উপাচার্য ভাস্কর গুপ্ত জানিয়েছেন, ‘অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে অ্যান্টি ব়্যাগিং কমিটি ও স্কোয়াড। আমরা কোনো ভাবেই এ ধরণের অপরাধকে প্রশ্রয় দেবো না।’ এরপর তিনি আক্ষেপের সুরে বলেন, ‘আমরা নানা পদক্ষেপ করেছি। প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রদের জন্য আলাদা হস্টেল হয়েছে, নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ক্যাম্পাসে ও হোস্টেলে ঢোকা- বেরোনোর সময়ে রেজিস্টারে নাম লেখা হচ্ছে। কিন্তু দোষীসাব্যস্ত কিছু ছাত্র আইনি রক্ষাকবচ পাওয়ায় তাঁদের বিরুদ্ধে পদক্ষেপে আমরা অপারগ।’ যদিও হস্টেলের আবাসিক নন, এমন ছেলেরা কী করে ঘটনার সময়ে সেখানে ছিলেন তাঁর কোন স সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ। শিক্ষক সংগঠন জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় এ প্রসঙ্গে বলেছেন, ‘আইনের রক্ষকরা বিষয়গুলি নিয়ে একটু ভাবুন। দোষীরা যদি বারবার ছাড় পেয়ে যায়, তা হলে কখনই এ ধরণের ঘটনা আটকানো যাবে না।’

প্রসঙ্গত, গত ১ মার্চ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ক্যাম্পাসে আসা কে কেন্দ্র করে লাগাতার খবরের শিরোনামে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তৃণমূলপন্থী কর্মচারীদের অফিস পোড়ানো ও ‘দেশদ্রোহী স্লোগান’ লেখবার অপরাধে কয়েকজন পড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরইমধ্যে র‍্যাগিংয়ের এই ঘটনা যাদবপুরের ছাত্র-শিক্ষক ও কর্তৃপক্ষের জন্য অস্বস্তি বাড়াবে তা বলবার অপেক্ষা রাখে না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!