Advertisement
  • দে । শ
  • জুলাই ৪, ২০২৩

কানাডায় ভারত বিরোধী পোস্টার, সান ফ্রান্সিসকোর দূতাবাসে তাণ্ডব।খালিস্তানিদের নিন্দায় সরব দুই দেশ

আরম্ভ ওয়েব ডেস্ক
কানাডায় ভারত বিরোধী পোস্টার, সান ফ্রান্সিসকোর দূতাবাসে তাণ্ডব।খালিস্তানিদের নিন্দায় সরব দুই দেশ

বিদেশের মাটিতে আবার দেখা গেল খলিস্তানপন্থীদের তাণ্ডব। সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গিয়েছে, সানফ্রান্সিসকোর ভারতীয় দূতাবাসে আগুন লাগিয়ে দিচ্ছেন একদল তরুণ । তাঁদের মুখে একটাই শ্লোগান ‘খালিস্তান দীর্ঘজীবী হোক।’ প্রায় একই দাবিতে ‘কিল ইণ্ডিয়া’ লেখা পোস্টার ছড়িয়ে দেওয়া হল কানাডায়। সেখানে ৮ জুলাই ‘খালিস্তান ফ্রিডম র‍্যালি’ অনুষ্ঠিত হওয়ার কথা। তাঁর আগে এমন ধরনের অপ্রীতিকর ঘটনা ভারতের সঙ্গে আমেরিকা ও কানাডার সম্পর্কে প্রভাব ফেলতে পারে। তাই দু দেশই এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

সংবাদ সস্থার খবর, রবিবার স্থানীয় সময় দেড়টা নাগাদ সানফ্রান্সিকোতে ভারতীয় দূতাবাসের সামনে জড়ো হয় একদল বিক্ষোভকারী। খালিস্তানের দাবিতে তাঁরা বারংবার শ্লোগান দিতে থাকেন। পুলিশ তাঁদের ফিরে যেতে নির্দেশ দিলে তারা তা করতে অস্বীকার করেন  ও  সরাসরি সংঘাতে জড়িয়ে পরেন তাঁদের সঙ্গে। খালিস্তানের সমর্থক বলে পরিচিত যুবকরা ক্ষিপ্ত হয়ে গিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে কনসুলেট ভবনের ভেতরে ঢুকে পড়ে। সেখানে তারা ব্যাপক ভাঙচুর চালায়। লণ্ডভণ্ড করে দেওয়া হয় যাবতীয় নথিপত্র। করা হয় অগ্নিসংযোগ। ঘটনায় কারোর মৃত্যু হয়নি। তবে,  অসন্তোষের এ আগুন ধীরে ধীরে অন্যত্র ছড়িয়ে পড়ে। বলা বাহুল্য, কয়েকমাস আগেই সান ফ্রান্সিসকোতে তুমুল বিক্ষোভ দেখিয়েছিল খালিস্তানি সমর্থকরা। রবিবার দেখা গেল তারই পুনরাবৃত্তি।

মার্কিন বিদেশ দফতর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তাঁদের পক্ষ এমন পদক্ষেপকে সরাসরি ফৌজদারি অপরাধ বলে উল্লেখ করা হয়েছে। পররাষ্ট্র কার্যালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার টুইট বার্তায় বলেছেন, আমেরিকায় বিদেশী কূটনীতিকদের বিরুদ্ধে ভাঙচুর বা সহিংসতা একটি ফৌজদারি অপরাধ।
খালিস্তানি বিক্ষোভ ফের মাথা চাড়া দিয়ে উঠছে কেন তা এখনো জানা যায়নি। তবে, গোয়েন্দাদের ধারণা, গত মাসে ব্রিটিশ কলম্বিয়ায় এক গুরুদ্বারের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল ভারত সরকারের মোস্ট ওয়ান্টেড জঙ্গির তালিকায় থাকা খালিস্তান টাইগার ফোর্সের প্রধান হরদীপ সিং নিজ্জর। ঘটনা ক্রমে খালিস্তানিদের কাছে খবর এসেছে, এ ঘটনায় সরাসরি জড়িত রয়েছেন ভারতীয় হাইকমিশনার সঞ্জয় কুমার বর্মা এবং টরোন্টোয় নিযুক্ত ভারতের কনসাল জেনারেল অপূর্ব শ্রীবাস্তব। এক্ষেত্রে বলা দরকার, কানাডার বিক্ষোভে পোস্টারের তলায় তাদের ছবি দেখা গিয়েছে। পুরো বিষয়টিকে খতিয়ে দেখিয়েছেন তদন্তকারীরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!