Advertisement
  • দে । শ ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জুন ২২, ২০২৩

আত্মপ্রত্যয়ের নব ভঙ্গিমায় সেজে উঠছে হীরা ঝিল

আরম্ভ ওয়েব ডেস্ক
আত্মপ্রত্যয়ের নব ভঙ্গিমায় সেজে উঠছে হীরা ঝিল

ইতিহাসপ্রিয় মানুষের কাছে পলাশির প্রান্তরে সিরাজের মর্মান্তিক পরিণতি কখনও বিস্মৃত হওয়ার নয়। সাম্প্রতিক কালে তা ভুলিয়ে দেওয়ার অপপ্রয়াস অব্যাহত। তা রুখতে প্রয়োজন প্রতিষ্পর্ধী পদক্ষেপ। সেরকম উদ্যম ও তৎপরতাই দেখা যাচ্ছে নবাবের স্মৃতি রক্ষার্থে গঠিত নবার সিরাজউদ্দৌল্লা স্মৃতি সুরক্ষা ট্রাষ্ট-এর কাজে। আগামীকাল সকাল ১১ টায় হীরাঝিল প্রাসাদে সিরাজ স্মৃতি উদ্যান-এর উদ্বোধন। সকাল ৭ টায় খোশবাগে নবাবের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে শুরু হবে অনুষ্ঠান। সারাদিন একাধিক কর্মসূচি। তাঁর জন্য তুঙ্গে তাঁদের প্রস্তুতি। মুঘল রীতিতে চলছে চারবাহার তৈরির কাজ। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বারাসাত আকাডেমি অফ কালচারের কর্মকর্তারা। বারাসাত আকাডেমির কর্ণধার তৈয়বুল ইসলাম এবং তাঁর টিম গোটা প্রকল্পটির শৈল্পিক রূপ দেওয়ার মূল কারিগর।

উদ্বোধনের প্রাক্কালে ট্রাষ্টের অন্যতম সদস্য সমর্পিতা দত্ত জানালেন, সিরাজের প্রাসঙ্গিকতার কথা। বললেন, করুণা নয়, সুবে বাংলার শেষ নবাবকে দিতে হবে প্রাপ্য সম্মান। সিরাজ উদ্যানে কী কী থাকছে সে সম্পর্কে তিনি বলেন যে নবাবের স্মৃতিস্তম্ভ রাখার কথা ভেবেছেন। থাকবে বাংলা-বিহার-উড়িষ্যার নিদর্শন, তৈরি করা হবে একটি ওপেন এয়ার মিউজিয়াম। যাতে মুর্শিদাবাদের ইতিহাসের বিভিন্ন স্মৃতিচিহ্ন সুরক্ষিত থাকবে। সম্পূর্ণ প্রকল্প বাস্তবায়নে প্রচুর অর্থের প্রয়োজন চাই সরকারি সাহায্য। বহু বার তাঁর জন্য আবেদন করেছেন কিন্তু তা মেলেনি তা সত্ত্বেও হতোদ্যম হননি। চালিয়ে গেছেন তাঁদের কাজ। সহায়তা করেছেন অসংখ্য সহৃদয় মানুষ।

তাঁদের আগামী পরিকল্পনা , খোশবাগে নবাবের সমাধি বেদীর কাছে  আমিনা পুত্রের আবক্ষ মূর্তি স্থাপন। যেখানে সারা বছর পুস্প নিবেদন জানাতে পারবেন।আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়ার নির্দেশে নবাবের সমাধিবেদীতে গোলাপ দেওয়া বারণ। তাই তা অব্যাহত রাখতে এমন পদক্ষেপ গ্রহণের কথা ভাবছেন।  ইতিমধ্যে পঞ্চায়েতের পক্ষ থেকে  অনুমতি পেয়েছেন। খুব শীঘ্রই সে কাজ শুরু হবে বলে জানালেন কর্মমগ্ন সমর্পিতা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!