Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • আগস্ট ৪, ২০২৩

উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠনের বিল পাশ বিধানসভায়, বিরোধীদের ওয়াক আউট

আরম্ভ ওয়েব ডেস্ক
উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠনের বিল পাশ বিধানসভায়, বিরোধীদের ওয়াক আউট

উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠনের বিল পাশ বিধানসভায়। একই দিনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য অমিতাভ দত্তকে পদত্যাগের নির্দেশ দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শুক্রবার বিধানসভায় ১২০/৫১ ভোটাভুটিতে পাশ হয়ে গেল উপাচার্য নিয়োগে সার্চ কমিটি বিল। বিজেপি প্রতিবাদে ওয়াক আউট করেন। যদিও এই বিলকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি করেছিল বিরোধীরা।
এদিকে শুভেন্দু অধিকারী বলেন, “সংখ্যাধিক্যের জোরে এই বিল পাশ করায় শাসকদল।” শুভেন্দু আরও বলেন, “বিশ্ববিদ্যালয়কে তৃণমূলের পার্টি অফিসে পরিণত করতে দেব না। আমরা রাজ্যপালের কাছে দাবি জানাতে যাচ্ছি, যাতে তিনি এই বিলে সই না করেন।” এর পরই বিধানসভা থেকে রাজভবনে রাজ্যপালের কাছে গেলেন শুভেন্দুর নেতৃত্বে বিজেপি বিধায়করা। তাঁরা রাজ্যপালের কাছে আবেদন জানাবেন যাতে এই বিলে তিনি সই না করেন।
এদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “এর রাজ্যপাল যদি সিলেক্ট কমিটি বিলে সই না করেন, তাহলে বুঝব রাজ্যপাল বিজেপির পক্ষ নিয়েই কাজ করছেন।” পাশাপাশি যাদবপুর বিববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যকে রাজ্যপালের পদত্যাগের প্রসঙ্গে ব্রাত্য বসু বলেন, “রাজ্যপাল নিজেই তো তাঁকে নিয়োগ করেছিলেন।” যদিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কোনও রকম সরকারি সুবিধা নিচ্ছিলেন না।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!