- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ২৯, ২০২২
কাশ্মীরে আজাদের নতুন দল গঠনের ঘোষণা
গুলাম নবি আজাদের সহযোগী জিএম সারোরি জানালেন, আগামী ২০ দিনের মধ্যে একটি নতুন জাতীয় রাজনৈতিক দল গঠন করবেন আজাদ।

চিত্র সংগৃহীত
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সদ্য দলত্যাগী কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের সহযোগী জিএম সারোরি জানালেন, আগামী ২০ দিনের মধ্যে একটি নতুন জাতীয় রাজনৈতিক দল গঠন করবেন আজাদ। সাংবাদিকদের সারোরি জানিয়েছেন, আজাদ জম্মু ও কাশ্মীরের নতুন দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে চলেছেন এবং এই বিষয়ে আলোচনা চলছে। আগামী ২০ দিনের মধ্যে একটি জাতীয় দল গঠন করবেন আজাদ। এটি একটি ধর্মনিরপেক্ষ দল হবে।
সারোরি বলছেন, আজাদের পদত্যাগের অনুকরণে জম্মু ও কাশ্মীরে কংগ্রেস কর্মীদের দল ত্যাগের হিড়িক শুরু হয়েছে। তিনি আরও বলেন, ইতিমধ্যে ১৫০০ প্রাক্তন কংগ্রেস নেতা-কর্মী আজাদের সাথে তাঁর নতুন দলে যোগ দিয়েছেন। খুব শীঘ্রই জম্মু ও কাশ্মীর কংগ্রেস মুক্ত হতে চলেছে। ৪ সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরে আসবেন আজাদ এবং সেখানে নেতাদের নিয়ে একটি বড়ো বৈঠক আয়োজিত হবে, সেদিনই কিছু গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।
❤ Support Us