Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১০, ২০২৪

বাংলাদেশে নব নির্বাচিত সাংসদরা শপথ নিলেন, নতুন মন্ত্রিসভা গঠন বৃহস্পতিবার

আরম্ভ ওয়েব ডেস্ক
বাংলাদেশে নব নির্বাচিত সাংসদরা শপথ নিলেন, নতুন মন্ত্রিসভা গঠন বৃহস্পতিবার

বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে বঙ্গভবনে ফের শপথ নেবেন শেখ হাসিনা। গঠিত হবে নতুন মন্ত্রিসভা। তার আগে বুধবার আওয়ামী লীগের সদ্য নির্বাচিত সাংসদরা শপথ নিলেন।

মঙ্গলবার নির্বাচন কমিশন সরকারি গেজেটে নির্বাচনের ফলাফল প্রকাশের অনুমোদন দিয়েছে। ফলে বুধবার, ১০ জানুয়ারি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন।

১৯৯৬ সালে প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা। এই নিয়ে পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন শেখ হাসিনা।

বাংলাদেশের রাষ্ট্রপতি, বৃহস্পতিবার, শেখ হাসিনাকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করাবেন। এরপর তিনি প্রধানমন্ত্রীকে তাঁর নতুন মন্ত্রিসভা গঠন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের নিয়োগের পরামর্শ দেবেন।

বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিষয়ক সচিব মহম্মদ মাহবুব হোসেন মঙ্গলবার জানান, ‘‘বুধবার সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যেরা শপথ নেবেন। এর পরে ১১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বঙ্গভবনে হবে এই শপথ অনুষ্ঠান।’’

গত ৭ জানুয়ারি ৩০০ আসনের বাংলাদেশ জাতীয় সংসদে ভোট হয়েছিল ২৯৮টি আসনে। একটি আসনে এক প্রার্থীর মৃত্যু এবং অন্যটিতে সব মনোনয়ন বাতিল হওয়ায় ভোট হয়নি। এর মধ্যে শেখ হাসিনার দল আওয়ামী লীগ পেয়েছে ২২৫টি আসন। আওয়ামী লীগ জাতীয় পার্টি (এরশাদ)-কে ছেড়েছিল ২৬টি আসন। তারা ১১টি আসনে জিতেছে।


  • Tags:
❤ Support Us
Advertisement
2024 Lakshman Seth
Advertisement
2024 Debasish
Advertisement
error: Content is protected !!