- দে । শ প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ২, ২০২৪
শ্রমিক বঞ্চনার অভিযোগে অর্থনীতিবিদ মহম্মদ ইউনূসের ৬ মাসের কারাদণ্ড। আপিলে এক মাসের জামিন। গ্রামীণ ফোনের চার কর্তাককে একই ধরণের সাজা
বাংলাদেশের নির্বাচনের মুখেই নোবেল জয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসকে ছয় মাসের জন্য কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। ইউনূসের সঙ্গে তাঁর গ্রামীণ টেলিফোনের চার শীর্ষকর্তাকেও ঢাকার ওই আদালত একই সাজা দিয়েছে। ইউনূসের বিরুদ্ধে অভিযোগ, তিনি গ্রামীণ টেলিফোন সংস্থার কর্মীদের অবসারকালীন সুবিধা ও সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধা থেকে বঞ্চিত করেছেন। শ্রম আদালতে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ জানানো হয়। এই নিয়ে বেশ কয়েকদিন যাবৎ নোবেল জয়ী অর্থনীতিবিদের বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তদন্ত করছিল। তদন্তের পর চার্জশিট দেয় নিম্ন আদালত, নিম্ন আদালতের নির্দেশেই ইউনুসকে ছয় মাসের কারাদণ্ড হল। তবে নোবেল জয়ী এক মাসের আগাম আমিনে থাকবেন মঞ্জুর আছে। জামিনে থাকালীন তিনি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তিনি উচ্চ আদালতে আবেদন করতে পারবেন।
আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার ঠিক আগে নোবেল জয়ীর বিরুদ্ধে এই প্রতারণার মামলায় সাজা ঘোষণার ফলে সে দেশের নির্বাচনী প্রচারে বিষয়টি বিশেষ মাত্রা পেল।
এদিকে ইউনূসের বিরুদ্ধে এর আগেও বেশ কিছু অভিযোগ উঠেছে। এর মধ্যে তাঁর বিরুদ্ধে উচ্চহারে সুদ নেওয়ার অভিযোগ রয়েছে। সামাজিক সুরক্ষা থেকে শ্রমিকদের বঞ্চিত করার অভিযোগও রয়েছে একই সঙ্গে। প্রথম থেকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সম্পর্ক ভালো নয়। শোনা যায় তিনি শেখ হাসিনার বিরুদ্ধে ইউরোপে অর্থনীতিবিদদের নিয়ে একটি প্রোপাগান্ডা চালিয়েছিলেন। আওয়ামী লীগের সঙ্গে প্রথম থেকেই তাঁর অহিনকূল সম্পর্ক। তবে সাধারণ নির্বাচনের আগে ইউনূসের এই সাজা আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে অনুকূল পরিস্থিতি সৃষ্টি করবে বলেই রাজনৈতিক মহলের ধারণা। এদিকে ইউনূসের বিরুদ্ধে গিয়ে এই মামলাটি শেখ হাসিনার সরকার শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে।
❤ Support Us