Advertisement
  • দে । শ
  • জুলাই ৭, ২০২২

দাম্পত্যের মধুযাপন আরম্ভ।বর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত, কনে কুরুক্ষেত্রের গুরপ্রীত।

গদিনশিন মুখ্যমন্ত্রীর বিয়ে! প্রথম অসমের প্রফুল্ল। দ্বিতীয় মান।

দাম্পত্যের মধুযাপন আরম্ভ।বর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত, কনে কুরুক্ষেত্রের গুরপ্রীত।

কুর্সিনসিন মুখ্যমন্ত্রী হিসেবে বিয়ের মজলিসে বসে, স্বাধীন ভারতের দ্বিতীয় দৃষ্টান্ত হয়ে উঠলেন পাঞ্জাবের উজির-এ-আলা ভগবন্ত মান। ৩৬ বছর আগে, দেশের তখনকার সর্বকনিষ্ঠ এবং অসমের মুখ্যমন্ত্রী তাঁর সহযোদ্ধা জয়শ্রীকে বিয়ে করে তৈরি করেছিলেন অদ্বিতীয় নজির। সে নজিরের পুনরাবৃত্তি ঘটল বৃহস্পতিবার, চন্ডীগড়ের ঐতিহ্যবাহী গুরুদ্বারে, ‘আনন্দ কারজ’ অনুষ্ঠানে ।

দেশের নানা প্রান্তের রাজনীতিক, খেলোয়াড় ও সুপরিচিত নাগরিকদের শুভেচ্ছায় ভাসছেন ভগবন্ত। গুরপ্রীত, তাঁর পূর্ব পরিচিত । হরিয়ানার কুরুক্ষেত্রের এক সাধারণ শিখ পরিবারের মেয়ে । ভগবন্ত আর গুরপীতের সম্পর্ক অনেকদিনের । নিকটজনের বাইরে কেউ বিশেষ জানতেন না। জানত উভয়ের পরিবার। দুইপরিবারের সদস্যদের পাশে নিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন দুজন। গুরপ্রীত বয়সে ভগবন্তের চেয়ে অনেক ছোটো। ভগবন্ত ৪৮। এটা তাঁর দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রী-ইন্দরপ্রীত কৌর। ইন্দরের সঙ্গে সম্পর্ক টেকেনি। তাঁদের দুই সন্তান দিলশান আর সিরত আমেরিকার বাসিন্দা। মুখ্যমন্ত্রী হিসেবে, বাবার শপথ অনুষ্ঠানে তাঁরা এসেছিল।

পাশাপাশি জয়শ্রী, প্রফুল্ল ।

ভগবন্তের জীবনের দ্বিতীয় ইনিংস ঘিরে পাঞ্জাব আলোড়িত। অতিথিদের তালিকা দীর্ঘ নয়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল সকাল সকাল চন্ডীগড়ে এসে পৌঁছে গেলেন । সঙ্গে তাঁর মন্ত্রিসভার কয়েকজন সদস্য আর আম আদমি পার্টির শীর্ষ স্তরের নেতারা। পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের নেতারাও সম্ভবত বিয়ের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন । দলের সভাপতি অমরিন্দর সিংহ রাজা ওয়ারিং ইতিমধ্যে শুভেচ্ছা জানিয়েছেন ভগবন্তকে। বিজেপিও উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা শুভেচ্ছা জানিয়ে বুঝিয়ে দিয়েছেন, সামাজিকতার আবহে মতাদর্শগত দূরত্ব ব্রাত্য। ভগবন্ত টুইটারে ধন্যবাদ জানিয়েছেন ওম বিড়লাকে।

বিয়ের অনুষ্ঠানকে ঘিরে উৎসাহ তুঙ্গে । আম আদমির নেতাকর্মীরা প্রবল ব্যস্ত। দলের তরুণ নেতা রাঘব চাড্ডার ব্যস্ততা অপেক্ষাকূত বেশি। অনুষ্ঠানটির সুষ্ঠ সমাপন, অতিথিদের তদারকির দায়িত্ব নিজ হাতে সামলাচ্ছেন আপের যোগ্যতম ব্যাচেলর চাড্ডা। মানের ছবি সাজিয়ে টুইটারে তিনি লিখেছেন, ছোট ভাই তো বড়ো ভাইকেই অনুসরণ করে।’ চমৎকার
রহস্যময় কৌতুক।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!