Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ২৫, ২০২৪

আসাম ছাড়তেই হিমন্তর গ্রেফতারির হুমকি, বাংলার বক্সীরহাটে পৌঁছে বিজেপি-আরএসএস-এর বিরুদ্ধে সরব রাহুল

আরম্ভ ওয়েব ডেস্ক
আসাম ছাড়তেই হিমন্তর গ্রেফতারির হুমকি, বাংলার বক্সীরহাটে পৌঁছে বিজেপি-আরএসএস-এর বিরুদ্ধে সরব রাহুল

ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় দলের কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের জন্য আসাম পুলিশ কংগ্রেস নেতা রাহুল গান্ধি এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করার দুই দিন পর, মামলাটি বিশেষায়িত অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি-র হাতে স্থানান্তর করা হয়েছে।

এদিকে এই আবহেই রাহুল গান্ধি অসম হয়ে কোচবিহারের বক্সীরহাট দিয়ে বৃহস্পতিবার বাংলায় পৌঁছলেন তাঁর ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে। বাংলায় পৌঁছেই রাহুল গান্ধি বিজেপি-আরএসএস -এর ঘৃণার রাজনীতির বিরুদ্ধে সাম্যের রাজনীতির বার্তা দিলেন। ইন্ডিয়া জোটকে মজবুত করার বার্তা দিয়ে সারা দেশে বিজেপিকে পরাজিত করার ডাকও দিলেন তিনি।
যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারই বাংলায় ইন্ডিয়া জোটের সম্ভাবনাকে স্পষ্টতই খারিজ করে বলেছেন, “বাংলায় কংগ্রেসের সঙ্গে তাঁর, তাঁর দলের কোনও সম্পর্ক নেই। জাতীয়স্তরে নির্বাচনের পর সিদ্ধান্ত নেওয়া হবে।” ইন্ডিয়া জোটের শরিক হিসাবে মমতাকে রাহুলের বৃহস্পতিবার বাংলায় ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রবেশের খবরটিও সৌজন্য হিসাবে জানানো হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো।

আসাম পুলিশ প্রধান জিপি সিং এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লিখেছেন, মামলাটি “একটি এসআইটির মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ এবং গভীর তদন্তের জন্য” সিআইডিতে স্থানান্তর করা হয়েছে। রাহুল গান্ধি এবং অন্যান্য কংগ্রেস নেতাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নয়টি ধারার অধীনে অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে দাঙ্গা, বেআইনি সমাবেশ এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

রাহুল গান্ধির নেতৃত্বাধীন ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশগ্রহণকারী কংগ্রেস কর্মীরা গত মঙ্গলবার গুয়াহাটি শহরের সীমানার কাছে আসাম পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাজ্যের বিজেপি সরকার ট্র্যাফিক জ্যামের সম্ভাবনার কথা উল্লেখ করে গুয়াহাটির মূল সড়কে যাত্রা করা যাবে না বলে জানিয়ে দিয়েছিল। তবে অনুমতি প্রত্যাখ্যানের বিষয়টিকে অসার বলে ঘোষণা করে কংগ্রেস কর্মীরা শহরে ঢোকার চেষ্টা করেন।

রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা রুখতে শহরের সীমান্তে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছিল। প্রায় ৫ হাজার কংগ্রেস কর্মী তাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যার ফলে শহরের সীমানায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা অভিযোগ করেছেন যে কংগ্রেসের “নকশাল কৌশল” ব্যাপক যানজটের সৃষ্টি করেছে।

রাহুল গান্ধি এবং হিমন্ত বিশ্ব শর্মার মধ্যে উত্তপ্ত উক্তি বিনিময়ের মধ্যেই  সিআইডির কাছে মামলাটি দ্রুত স্থানান্তরির করা হয়। কংগ্রেস নেতাদের অভিযোগ, আগে কংগ্রেসের সঙ্গে থাকা হিমন্ত এখন অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হয়ে কংগ্রেসের যাত্রায় একের পর এক বাধা সৃষ্টি করছেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে রাহুল গান্ধির যাত্রা আসামে প্রবেশের পর থেকেই তাঁর নিরাপত্তা লঙ্ঘনের ঘটনাগুলি উল্লেখ করেছেন।

আসামে তাঁর ভাষণে রাহুল গান্ধি হিমন্ত বিশ্ব শর্মাকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী বলে নিন্দা করেছেন। তিনি আরও বলেছেন যে আসামের মুখ্যমন্ত্রী দিল্লির রিমোট দ্বারা নিয়ন্ত্রিত। রাহুল বলেন, আসামের মুখ্যমন্ত্রী তাঁর বিরুদ্ধে মামলা করলেও তাতে আরও মামলা করলেও তিনি তাতে ভয় পান না।

বৃহস্পতিবার অসম-বাংলা সীমান্তের বক্সীরহাট জোড়াই মোড়ে রাহুলকে স্বাগত জানাতে হাজির ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী সহ অন্যান্য নেতা নেত্রীরা। রাহুল গান্ধির কনভয় বাংলায় পৌঁছতেই হাজার হাজার কর্মীদের মধ্যে উন্মাদনা দেখা দেয়। বৈরাতি নৃত্যের মধ্যে দিয়ে স্বাগত জানান হয় রাহুল গান্ধিকে।
এরপর মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধি বলেন,”পশ্চিমবঙ্গে এসে খুবই ভাল লাগছে। আমরা এখানে আপনাদের কথা শুনতে এসেছি। আপনাদের পাশে দাঁড়াতে এসেছি। আমায় এত ভালোভাবে স্বাগত জানানোর জন্য পশ্চিমবঙ্গের নেতা কর্মীদের ধন্যবাদ জানাতে চাই। এই যাত্রায় ন্যায় শব্দ যুক্ত করা হয়েছে, কারণ দেশে অন্যায় হচ্ছে। দেশে বিজেপি- আরএসএস ঘৃণা ছড়াচ্ছে, হিংসা ছড়াচ্ছে, অন্যায় ছড়াচ্ছে। সেই কারণে ইন্ডিয়া জোট একসঙ্গে অন্যায়ের বিরুদ্ধে লড়তে চলেছে। আপনাদের সবাকে ধন্যবাদ।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!