Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ১১, ২০২৪

ভুটানে নব নির্বাচিত প্রধানমন্ত্রী ভারত বন্ধু তোবগে। অভিনন্দন মোদির

আরম্ভ ওয়েব ডেস্ক
ভুটানে নব নির্বাচিত প্রধানমন্ত্রী ভারত বন্ধু তোবগে। অভিনন্দন মোদির

নির্বাচনে জিতে দ্বিতীয় বার ভুটানের প্রধানমন্ত্রী হলেন শেরিং তোবগে। দ্বিতীয় দফার সংসদীয় নির্বাচনে ৪৭টি আসনের মধ্যে ৩০টি আসনই দখল করেছে তাঁর দল পিপলস ডেমোক্রেটিক পার্টি। গতবছর আত্মপ্রকাশ করা নতুন দল ভুটান টেন্ড্রেল পার্টিকে হারিয়ে জয়ী হয়েছে পিপলস ডেমোক্রেটিক পার্টি। ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন শেরিং তোগবেকে।

এবারের ভুটানের সাধারণ নির্বাচনে নাক গলিয়ে ছিল চিন। বেজিং চেয়েছিল পিপলস ডেমোক্রেটিক পার্টিকে সরিয়ে ভুটান টেন্ড্রেল পার্টি ক্ষমতায় আসুক। কারণ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ভারতের বন্ধু বলে পরিচিত। তাই চিন চায়নি পিপলস ডেমোক্রেটিক পার্টি আবার ক্ষমতায় আসুক।সেই চেষ্টাকে ব্যর্থ করে আবার ক্ষমতায় এসেছে পিপলস ডেমোক্রেটিক পার্টি এবং দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তোবগে।

ভুটানের সাধারণ নির্বাচন দুটি পর্যায়ে অনুষ্ঠিত হয়। প্রথম পর্যায়ের যে দুটি দল সব থেকে বেশি ভোট পায় তারা দ্বিতীয় পর্যায়ে নির্বাচনে অংশগ্রহণ করে। গত বছর নভেম্বর মাসে অনুষ্ঠিত প্রথম পর্যায়ে নির্বাচনে পিপুল ডেমোক্রেটিক পার্টি ৪২ শতাংশের বেশি ভোট পেয়েছিল। অন্যদিকে ভুটান টেন্ড্রেল পার্টি পেয়েছিল ২০ শতাংশ ভোট। ফলে এই দুটি দল দ্বিতীয় দফার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায়।

মঙ্গলবার ভুটানে চূড়ান্ত দফার সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়েছে পিপলস ডেমোক্রেটিক পার্টি। অন্যদিকে ভুটান টেন্ড্রেল পার্টি ১৭টি আসনে জয়লাভ করেছে।

২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভুটানের প্রধানমন্ত্রী ছিলেন তোবগে। তাঁর প্রধানমন্ত্রী থাকার সময়কালে ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছিলেন। সেই থেকেই তোবগের সঙ্গে নরেন্দ্র মোদির সম্পর্ক অনেকটাই দৃঢ় হয়। শেরিং তোবগে ভোটে জেতার পর নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে অভিনন্দন জানিয়ে লিখেছেন, “আমার বন্ধু আবার ভুটানের প্রধানমন্ত্রী হয়েছে। শেরিং তোবগেকে অভিনন্দন জানাই। এর ফলে ভারত ভুটান দ্বিপাক্ষিক মৈত্রী এবং সহযোগিতা আরো নিবিড় হবে।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!