- এই মুহূর্তে দে । শ
- জুলাই ৪, ২০২৩
চার রাজ্যে সভাপতির রদ বদল করল গেরুয়া শিবির
২০২৪-এর লোকসভা নির্বাচনের আগেই চার রাজ্যে বিজেপির রাজ্য সভাপতি বদল করা হল। মূলত সংগঠনকে মজবুত করতেই বিজেপি শীর্ষ নেতৃত্ব এই সিদ্ধান্ত নিল বলে বিজেপি সূত্রে খবর।
তেলেঙ্গানায় বিজেপির রাজ্য সভাপতি হচ্ছেন জি কিষান রেড্ডি। অন্ধ্র প্রদেশে বিজেপির রাজ্য সভাপতি হচ্ছেন ডি পুরন্দেশ্বরী, ঝাড়খণ্ডে রাজ্য সভাপতির দায়িত্ব সামলাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি, ও পঞ্জাবে দলের রাজ্য সভাপতি হচ্ছেন সুনীল জাখর।
সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, সাধারণ সম্পাদক, সংগঠন, বিএল সন্তোষ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যে বৈঠক হয়েছিল । তারপর থেকেই রাজ্য সভাপতি বদল নিয়ে নানা জল্পনা ছড়িয়েছিল । তবে এবার সেই পদে বড় বদল করা হল ।
এই রদবদল দেখেই বোঝা যাচ্ছে বেশ পরিকল্পনা করেই গেরুয়া শিবির এগোচ্ছে। সংগঠনকে আরও মজবুত করতেই বিজেপি শীর্ষ নেতৃত্ব এই পরিবর্তন আনল কারণ, বিজেপি সংগঠন অনেকাংশে রাজ্য সভাপতির উপরই নির্ভর করে । বিজেপি নেতৃত্ব চাইছে, এই রাজ্যগুলিতে রাজ্য সভাপতির পদে বদল এনে সংগঠনকে আরও বেশি গুছিয়ে নিতে । যে সুনীল জাখরকে পঞ্জাবের রাজ্য সভাপতি পদে বসানো হয়েছে তিনি আগে হাত শিবিরের রাজ্য সভাপতির পদেই ছিলেন । তিনিই এবার পাঞ্জাবের বিজেপির রাজ্য সভাপতি । তবে তিনি এবার পঞ্জাবে বিজেপির সভাপতি হয়ে তিনি কতটা পাঞ্জাব কংগ্রেসে ভাঙন ধরাতে পারেন সেটাও দেখার । কেননা বিজেপির লক্ষ্য অন্যদল ভাঙিয়ে নিজেদের দলকে মজবুত করা, অর্থাৎ অন্যের শক্তিতে শক্তিশালী হওয়া ।
বিজেপি এবার তেলেঙ্গানার দিকেও অতিরিক্ত গুরুত্ব দিছে। দলের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান পদেও বদল আনতে চলেছে বিজেপি। দলের নির্বাচন ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান পদে বসছেন ইয়াতালা রাজেন্দর। প্রসঙ্গত সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে মন্ত্রিসভার বৈঠক করার পর দলের এই রাজ্য সভাপতি পদে বদল তাৎপর্যপূর্ণ।
এদিকে বিজেপির জাতীয় কর্মসমিতিতে স্থান পেয়েছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি । তিনি বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য হিসাবে গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছেন । গত এপ্রিল মাসেই তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন ।
রাজনৈতিক অভিজ্ঞরা মনে করেন, বিজেপি বিরোধী জোট কতটা শক্তিশালী হয়ে উঠতে পারে তার নিরিখে বিজেপি নিজেদের সংগঠন সাজাবে । তারই প্রথম পদক্ষেপ কি একাধিক রাজ্যে বিজেপির রাজ্য সভাপতি পরিবর্তন করা ?
❤ Support Us






