- এই মুহূর্তে দে । শ
- মার্চ ২৮, ২০২৪
বিজেপির দিলীপ ঘোষ, হিরণকে শোকজ নির্বাচন কমিশনের।কুমন্তব্যের জের, উত্তরপ্রদেশ থেকে নির্বাচনে টিকিট পেলেন না কংগ্রেসের সুপ্রিয়া
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পর্কে খারাপ মন্তব্য করায় নির্বাচন কমিশনের শোকজের মুখে পড়তে হল বর্ধমান–দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে। ২৯ মার্চ বিকেল ৫টার মধ্যে শোকজের জবাব দিতে হবে তাঁকে। অন্যথায় দিলীপ ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। দিলীপ ঘোষের পাশাপাশি ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ ও কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতেকেও শো কজ করেছে নির্বাচন কমিশন।
সুপ্রিয়ার বিরুদ্ধে বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াতকে অশালীন ভাষায় আক্রমণ করার অভিযোগ রয়েছে। এরপরই তাঁকে লোকসভার প্রার্থীপদ থেকেও সরিয়ে দিয়েছে কংগ্রেস।২০১৯ সালে তিনি উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ থেকে নির্বাচন লড়েছিলেন। তবে পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থী পঙ্কজ চৌধুরীর কাছে । এবছর সেই লোকসভা কেন্দ্রে বীরেন্দ্র চৌধুরীকে প্রার্থী করেছে কংগ্রেস। এবিষয়ে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে তিনি বলেন, দলের তরফে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা না করার নির্দেশ দেওয়া হয়েছে।এই মুহূর্তে দলের সোশ্যাল মিডিয়া সেলের দায়িত্বই পালন করবেন তিনি।
মঙ্গলবার দুর্গাপুরে প্রচারের সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাবার পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীকে অপমান করার অভিযোগে সরব হয় শাসক দল। সংবাদিক সম্মেলন করে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দিলীপ ঘোষকে নারী বিদ্বেষী বলে অভিহিত করেন। এরপরই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেন। তৃণমূলের অভিযোগের ভিত্তিতেই দিলীপ ঘোষকে শোকজ করেছে নির্বাচম কমিশন। দলের পক্ষ থেকেও দিলীপ ঘোষকে সতর্ক করা হয়েছে।
ঘাটালের বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ বিডিও অফিসে গিয়ে বলেছিলেন, জেতার পর কীভাবে টাইট দিতে হয় তিনি দেখে নেবেন। হিরণের এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তিনি ডেবরার বিডিওকে সরাসরি গ্রামবাসীদের সঙ্গে থেকে এলাকা শাসক দলের কাউকে ঢুকতে না দেওয়া অনুরোধ জানিয়েছিলেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেলা শাসক এবং বিডিওর কাছেও পুরো ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে।
এদিকে, কংগ্রেসের সুপ্রিয়া শ্রীনাতে হিমাচল প্রদেশের মান্ডির বিজেপি প্রার্থী কঙ্গনা রানাওয়াতকে যৌনকর্মী বলে আক্রমণ করেছিলেন। এরপরই সুপ্রিয়ার বিরুদ্ধে মহিলা কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়। মহিলা কমিশনের অভিযোগের পরিপ্রেক্ষিতেই সুপ্রিয়া শ্রীনাতেকে শোকজ করেছে নির্বাচন কমিশন।
❤ Support Us