শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
বৃহস্পতিবার যাদবপুরে যুবমোর্চার সভা থেকে ফেরার সময় তাঁর উপর পূর্বপরিকল্পিত’ হামলা চালানো হয়েছে। চেষ্টা হয়েছে প্রাণে মারার। এই অভিযোগ তুলে যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার অভিযোগ, হামলার ঘটনার পিছনে রয়েছে, “রেভলিউশনারি স্টুডেন্ট ফেডারেশন বা আরএসএফ” নামের একটি নিষিদ্ধ মাওবাদী সংগঠন।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে যাদবপুর ৮-বি বাসস্ট্যান্ডে যুব মোর্চার অবস্থানে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে সভার পরে তাঁকে কালো পতাকা দেখানোর অভিযোগ ওঠে আরএসএফ-এর বিরুদ্ধে। কালো পতাকা দেখানো নিয়ে যুব মোর্চা এবং এবিভিপি কর্মী-সমর্থকদের হাতাহাতি হয়। কিছু ক্ষণের মধ্যে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। অভিযোগ, সেই সময় শুভেন্দুর সঙ্গে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানেরা পড়ুয়াদের উপর চড়াও হন। ছাত্রদের লাথি মারতেও দেখা গিয়েছে এক জওয়ানকে। শুভেন্দুকে কালো পতাকা দেখানোর অভিযোগে পুলিশ দু’জনকে তুলে নিয়ে গিয়েছে। পরে তাঁদের অবশ্য ছেড়ে দেওয়া হয় বলে খবর।
এদিকে এই ঘটনার সময় এক যুবককে এবিভিপি-র কর্মীরা ব্যাপকভাবে মারধর করে। একরাত্ন যুবকের বুকে,পিঠে,পেতে বেপরোয়া ভাবে কিল, ঘুষি মারা হয়। হেলমেট দিয়েও মারা হয় ওই যুবককে। লম্বা চুলের ওই যুবকের মাথায় একটি ক্লিপ লাগানো ছিল। সে দাবি করছিল সে কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়। তও তাঁকে ছেড়ে না দিয়ে শেষ পর্যন্ত নাকে ঘুষি মেরে রক্তাক্ত করে মাটিতে ফেলে মারধর চলে। পুলিশ অবশেষে ওই যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায়। সেই সময় আবার পুলিশ তাঁকে ডগরে কেন নিয়ে গেছে সেটা নিয়েও কিছু আন্দোলনরত ছাত্র চিৎকার শুরু করে দেয়। পরে অবশ্য পুলিশ তাঁকে ছেড়ে দেয়। ওই সময় ওই যুবককে পুলিশ না ভ্যানে করে ঘটনাস্থল থেকে সরিয়ে নিলে তাঁকে আরও মারের মুখে পড়তে হট।
এদিকে নিজেকে এই ঘটনার পর পরই যাদবপুরে এক যুবক নিজেকে “রেভলিউশনারি স্টুডেন্ট ফেডারেশন বা আরএসএফ” নামের একটি মাওবাদী সংগঠন-এর সদস্য বলে দাবি করে বলেন, “বিজেপি মণিপুরে , মিজোরামে মানুষ মার্চে। দেশের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের একই অবস্থা। আর শুভেন্দু যাদবপুরে এসেছেন ছাত্র মৃত্যু নিয়ে কথা বলতে? যাদবপুরের মাটিতে বিজেপিকে কোনও ভাবেই প্রবেশ করতে দেওয়া হবে না। যতবার বিজেপি, এবিভিপি এখানে আসবে ততবার এদের বিরুদ্ধে প্রতিবাদ হবে।”
এই স্লোগান শোনার পরেই শুভেন্দু অধিকারী ও বিজেপি-র তরফে যাদবপুরে মাওবাদী সক্রিয়তা নিয়ে সরব হয়েছে। বৃহস্পতিবার যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনায় বিজেপি যুব মোর্চার প্রতিবাদ সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, “এখানে অতিবামেরা আছে, তারাই এসব করছে। চীন এদের বাবা, মা। মমতা বন্দ্যোপাধ্যায় গার্ডিয়ান। এই টুকরো টুকরো গ্যাংকে যাদবপুর থেকে হঠিয়ে দেব।”
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34