Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ২৯, ২০২৩

রামমন্দিরের উদ্বোধন ঘিরে বঙ্গ বিজেপির “ঘর ঘর যাত্রা’ কর্মসূচি। চলবে অযোধ্যামুখী “স্পেশাল ট্রেন”

আরম্ভ ওয়েব ডেস্ক
রামমন্দিরের উদ্বোধন ঘিরে বঙ্গ বিজেপির “ঘর ঘর যাত্রা’ কর্মসূচি। চলবে অযোধ্যামুখী “স্পেশাল ট্রেন”

রামমন্দির উদ্বোধন নিয়ে এবার সরাসরি প্রচারে নামছে বঙ্গ বিজেপি। পয়লা জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় রামমন্দির সামনে রেখে বিজেপির “ঘর ঘর যাত্রা” প্রচার কর্মসূচি চালাবে। বিভিন্ন জেলায় রাম মন্দিরের উদ্বোধনের প্রচার করবেন বিজেপি নেতারা। অযোধ্যায় রাম মন্দিরে যাওয়ার জন্য সমর্থকদের ও রাজ্যবাসীকে আমন্ত্রণ জানাবেন বিজেপির রাজ্য নেতারা।

বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে ইতিমধ্যেই একাধিকবার রামমন্দিরকে নিয়ে প্রচার চালান হয়েছে। কিন্তু রামমন্দিরের উদ্বোধন ঘিরে প্রথম সরাসরি বঙ্গ বিজেপির এই কর্মসূচি হচ্ছে বাংলায়। এরমধ্যেই শুক্রবার রাতে রাজ্যে আসছেন সংঘ প্রধান মোহন ভাগবত। তিন দিনের সফরে রাজ্যে আসছেন সরসঙ্ঘচালক। আজ রাতে কেশব ভবনে আসবেন মোহন ভাগবত। পরশু বিকালে শেষ হবে  মোহন ভাগবতের বঙ্গ সফর। আরএসএস সূত্রে খবর, সংঘ চালকের সাংগঠনিক সফরে একাধিক বিজেপি নেতার সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে।

বিজেপির এই  রামমন্দিরকে সামনে রেখে প্রচার বুঝিয়ে দিচ্ছে লোকসভা নির্বাচনে এবার বিজেপির প্রধান “ভরসা” হতে চলেছে অযোধ্যার রাম মন্দির। তাই ভোটযুদ্ধে নামার আগে বাংলা থেকে দলের নেতা-কর্মীদের অযোধ্যাযে রামের পায়ে প্রণাম সেরে আসার জন্য নির্দেশ দিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। সেই কারণেই নেতৃত্ব অযোধ্যায় পাঠাতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্বকে। রামমন্দিরে রামলালার দর্শন সেরে ফেরার পরেই শুরু হবে নির্বাচনী লড়াই। বুধবার রাজ্য বিজেপির বর্ধিত কার্যকারিণী বৈঠকে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে,ভারতীয় রেল মন্ত্রক নতুন বছরের ফেব্রুয়ারি মাস জুড়েই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্টেশন থেকে অযোধ্যাগামী বিশেষ ট্রেন চালাবে। সেই ট্রেনে চড়েই নেতা-কর্মীরা অযোধ্যায় যাবেন। শ্রীরামের ধাম দেখাতে নিয়ে যেতে হবে বুথ স্তরের কর্মী থেকে বিজেপি সমর্থকদেরও।

রেলপথে কলকাতা থেকে অযোধ্যাধামের দূরত্ব ৮৭৫ কিলোমিটার। অযোধ্যা স্টেশনের নাম বদলে রাখা হয়েছে অযোধ্যা ধাম। কলকাতা স্টেশন থেকে প্রতিদিন রাতে ছাড়ে জম্মু-তাওয়াই এক্সপ্রেস। পাশাপাশি, হাওড়া থেকে প্রতিদিন ছাড়ে দুন এক্সপ্রেস। রেলের বর্তমান পরিষেবায় বাংলা থেকে সরাসরি অযোধ্যা যেতে হলে এই দু’টি ট্রেনই রয়েছে। কিন্তু বিজেপি চায় আগামী ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে নতুন রামমন্দির উদ্বোধনের পরে বাংলা থেকে কয়েক লক্ষ মানুষ যাবেন অযোধ্যায় রামমন্দির দর্শন করতে। ফলে রেলের ওই দু’টি ট্রেন তাঁদের নিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত হবে না। সেই কারণে রেলের কাছে ইতিমধ্যেই তারা বিশেষ ট্রেন চালানোর আর্জি জানিয়েছে। জানা গিয়েছে, রেলও বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে। শুধু বাংলা নয়, সব রাজ্য থেকেই এমন ট্রেন ছাড়ার পরিকল্পনা রয়েছে রেলের।

এই লক্ষ্যেই বঙ্গ বিজেপি আগামী ১ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত রাজ্য জুড়ে “নিমন্ত্রণ অভিযান” চালাবে। বিজেপি কর্মীদের শহর এবং গ্রামে গিয়ে বাড়ি বাড়ি অযোধ্যায় যাওয়ার নিমন্ত্রণ পৌঁছে দিতে হবে বলে দলের নির্দেশ। সেই নিমন্ত্রণপত্রের সঙ্গে অযোধ্যা থেকে আসা হলুদ চাল “অক্ষত”-ও বিলি করতে হবে। অমিত শাহ সম্প্রতি কলকাতায় এসে বঙ্গ বিজেপির নেতাদের রামমন্দির নিয়ে জোরদার প্রচার চালাতে নির্দেশ দিয়ে গিয়েছেন।


  • Tags:
❤ Support Us
আশ্রয় গ | ল্প রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি। পর্ব ১২ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
হিরণবালা । পর্ব ১২ ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!