Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ৯, ২০২২

কাল উত্তরপ্রদেশে প্রথম দফা নির্বাচন । বিজেপির উদ্বেগ বাড়াচ্ছে জাঠ বলয় ।

আরম্ভ ওয়েব ডেস্ক
কাল উত্তরপ্রদেশে প্রথম দফা নির্বাচন । বিজেপির উদ্বেগ বাড়াচ্ছে জাঠ বলয় ।

উত্তরপ্রদেশ প্রথম দফার নির্বাচন শুরু হচ্ছে আগামীকাল। উত্তরপ্রদেশে প্রথম দফার ভোটের আওতায় পড়বে গঙ্গা ও যমুনা নদীর মাঝামাঝি অবস্থিত কূষি ও শিল্প অধ্যূষিত ধনী এলাকা । আসন সংখ্যা ৫৮ । এসব আসনে জয় নিয়ে নিশ্চিত নয় বিজেপি। তার প্রবল বিরুদ্ধ শক্তি সমাজবাদী পার্টির জন সমাবেশ গেরুয়া শিবিরকে ভাবিয়ে তুলছে । তাদের দুশ্চিন্তার কারণ, জাঠ বলয়ের কূষকরা বিমুখ । যে বিভাজনকে চওড়া করে গত বিধানসভা ভোটে তারা ৯১% ভোট পেয়েছিল । ৪০% আসনে জয়ের ব্যবধান ছিল ২০%-এর বেশি।

বিজেপি সমর্থনের ভিত মূলত উচ্চ বর্ণের হিন্দু ও নিম্ন বর্গের ওবিসি জনসংখ্যা । ৩৩টি আসনে যেখানে উচ্চবর্ণ হিন্দুরা সংখ্যা ৩৫%-এর বেশি। সেখানে বিজেপি ২০%-এর বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২৩টিতে জয়ী হয় । এই এলাকা নগরায়িত । কোথাও কোথাও কূষি অধ্যূষিত । নগরায়িত এলাকার মধ্যে নয়ডা, গাজিয়াবাদ, মিরাট জুড়ে রয়েছে বিস্তৃত শিল্প এলাকা । এখানকার ২০টি শহরের ২১ টি আসনের বিজেপি জয়ী হয়েছিল । একটি পেয়েছিল মুসলিম অধ্যুষিত মিরাটে। ২০১৭ সালের ওই ফল আবার ছুঁতে পারবে কিনা এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে । এর অন্যতম কারণ, জাঠ ও উচ্চবর্গের মুসলিমদের মধ্যে যে ফাটল ছিল, কূষি আন্দোলনের পর তা অনেকটাই কমে গেছে । মুসলিমদের সংখ্যা ২৫% আসনে ২০টির ও বেশি । ১১টি আসনে ১০% এর কম ।

বিজেপি যেমন ৪০৩ আসনের মধ্যে মাত্র ১ জন মুসলিম প্রার্থী খাড়া করেছেন । অর্থাৎ উপেক্ষা করেছে গোটা মুসলিম সমাজকে। তেমনি মুসলিমরাও বিজেপিকে গুরুত্ব দিচ্ছেন না। এই মনোভাব বিজেপির অনুকূলে নয় । জেনে বুঝেই বিজেপি সাম্প্রদায়িকতাকে ইস্যু করছে । ভাবছে হিন্দুরা জোট বেঁধে তাদের জিতিয়ে আনবেন । কিন্তু যোগির ৫ বছরের শাসনে যেভাবে সংখ্যালঘু নির্যাতন, নিন্মবর্গের উপর অনাচার, উচ্চবর্গ ও তরুণদের প্রত্যাশা হত্যার ঘটনা ঘটেছে তাতে গত বিধানসভা ভোটে বিজেপির জয়ের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব নয়।

দ্বিতীয়ত, এই এলাকায় কৃষক আন্দোলনের স্মূতি এখনও ধকধক করছে । আন্দোলনের সময় কয়েকশ কৃষকের মূত্যু, ২০২১ সালের অক্টোবরে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের কৃষকদের উপর ঝাঁপিয়ে পড়ার ঘটনা বিরোধীদের ইস্যু হয়ে উঠেছে । দীর্ঘমেয়াদি আন্দোলনের চাপে তিন কৃষি বিল প্রত্যাহারের পর বিজেপি ভেবেছিল কৃষকরা, বিশেষ করে জাঠরা তাদের সমর্থন করবে । কিন্তু ময়দানে ভোটের হাওয়া উল্টো দিকে বইছে এবং উদ্বেগে রাখছে বিজেপিকে । আগামীকাল প্রথম দফার ভোটেই প্রমাণিত হবে উত্তরপ্রদেশ কার? পদ্মের না সাইকেলের ।


  • Tags:
❤ Support Us
Advertisement
2024 Lakshman Seth
Advertisement
2024 Lakshman Seth
Advertisement
error: Content is protected !!