- দে । শ ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জুলাই ১, ২০২৩
স্বর্ণ মন্দিরে প্রার্থনা রাঘব-পরিণীতির। চলতি বছরেই মিলবে চার হাত

আর হাতে রয়েছে মাত্র কয়েকটা মাস। তারপরই একে অপরের বাহুডোরে ধরা দেবেন তাঁরা। তার আগে অমৃতসরে স্বর্ণমন্দির দর্শনে এলেন রাঘব-পরিণীতি। ইতিপূর্বে উভয়ের বাগদান পর্ব শেষ হয়েছে। যেখানে হাজির ছিলেন তাঁর তুতো বোন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
View this post on Instagram
শনিবার সকালেই অমৃতসর বিমানন্দরে পৌঁছান রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। সেখান থেকে সোজা চলে যান হরমন্দির সাহিব। প্রার্থনা করেন সেখনকার গুরুদ্বারে। সমগ্র ঘটনার ছবিও পোস্ট করেছেন তিনি সামাজিক মাধ্যমে । যা দেখে আপ্লুত পরিণীতি অনুরাগীরা। প্রশংসা ও অভিনন্দন জানিয়েছেন অনেকেই। কেউ কেউ লিখেছেন, দুজনকেই তাঁদের আগামী জীবনের জন্য শুভেচ্ছা। আবার অনেকেই তাদের বেশভূষার প্রশংসা করেছেন।
রাঘব চাড্ডা আম আদমির রাজ্যসভার সাংসদ। প্রতিশ্রুতিমান রাজনীতিবিদ,সুবক্তা। অপরদিকে, পরিণীতি সম্পূর্ণই ভিন্ন জগতের। চিত্র তারকাদের সঙ্গে রাজনৈতিক নেতার বৈবাহিক সম্পর্ক আগেও দেখেছে ভারত। তার অনেকগুলো দীর্ঘায়ু হয়েছে,আবার অনেক সম্পর্ক অচিরেই হারিয়ে গেছে। পরিণীতি-রাঘবের সম্পর্ক কোন পরিণতির দিকে এগোবে তা নিয়ে কোনো মন্তব্য করার সময় অবশ্য এখনো আসেনি।
❤ Support Us