Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জানুয়ারি ৬, ২০২৪

১৭ ঘণ্টা জেরার পর রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য

আরম্ভ ওয়েব ডেস্ক
১৭ ঘণ্টা জেরার পর রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য

বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য গ্রেফতার। ১৭ ঘণ্টা তল্লাশির পর তাঁকে গ্রেফতার করে ইডি। তাঁর শ্বশুরবাড়ি থেকে সাড়ে ৮ লক্ষ টাকা ও বহু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গিয়েছে। এই নথি যথেষ্ট সন্দেহজনক বলে ইডির দাবি। তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় ইডির গাড়িতে ইট ছুঁড়ে গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। বিক্ষোভের সময় সামনে মহিলারা ছিলেন। তারা ইডি আধিকারিকদের গালাগাল করে বলে অভিযোগ। রেশন দুর্নীতি কাণ্ডে শঙ্কর আঢ্যকে গ্রেফতার করা হল। এই শঙ্কর আঢ্য রেশন দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ।

শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ বনগাঁর শিমুলতলায় শঙ্কর আঢ্যর শ্বশুরবাড়িতে প্রথম হানা দেয় ইডি। প্রায় এক ঘণ্টা সেখানে তল্লাশি চলে। তারপরে শঙ্করের বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সাত আধিকারিক। এর পর আবার তাঁর শ্বশুরবাড়িতে যায় ইডির একটি দল। সেখানে রাত সাড়ে ৯টা পর্যন্ত তল্লাশি চলে। ইডি সূত্রের দাবি, শঙ্করের শ্বশুরবাড়ি থেকে প্রায় সাড়ে আট লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। এর পরেই ফের শঙ্করের বাড়িতে আসনে ইডির গোয়েন্দারা। সেখান থেকেই রাত সাড়ে ১২টা নাগাদ গ্রেফতার করা হয় শঙ্করকে।

সন্দেহজনক লেনদেন এবং বক্তব্যে অসঙ্গতির কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। শুক্রবার রাতেই বনগাঁ থেকে শঙ্করকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেন ইডির আধিকারিকেরা। সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে নিয়ে আাসা হয়।রাতেই ইডির আধিকারিকরা তাঁকে জেরা করে। শনিবার শঙ্করকে আদালতে হাজির করিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, ইডি সূত্রে এমনই জানা গিয়েছে। গ্রেফতারের পর শঙ্কর বলেন, ‘‘আমি কেন্দ্রীয় সংস্থার তদন্তে সহযোগিতা করব।’’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!