Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ৩, ২০২৪

হাত ছাড়লেন অলিম্পিক পদকজয়ী বিজেন্দ্র

আরম্ভ ওয়েব ডেস্ক
হাত ছাড়লেন অলিম্পিক পদকজয়ী বিজেন্দ্র

লোকসভা ভোটের আগে বড় ধাক্কা কংগ্রেসের। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন অলিম্পিকে বক্সিংয়ে প্রথম পদকজয়ী বিজেন্দ্র সিং। কিছুদিন আগেই বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট, সাক্ষী মালিকদের পাশে দাঁড়িয়ে বিজেপি সাংসদ তথা জাতীয় কুস্তি সংস্থার প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে লড়াই করেছিলেন। মাসখানেকের মধ্যেই ভোলবদল বিজেন্দ্র সিংয়ের। বুধবার তিনি বিজেপিতে যোগ দিলেন।

২০১৯ সালে কংগ্রেসে যোগ দিয়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন বিজেন্দ্র সিং। সেই বছরই দক্ষিণ দিল্লি লোকসভা কেন্দ্রে তাঁকে প্রার্থী করে। বিজেপির রমেশ বিধুরির কাছে হেরে যান বিজেন্দ্র। তারপর থেকে আর সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি তাঁকে। তবে কংগ্রেসের পাশেই ছিলেন। রাহুল গান্ধীর ‘‌ভারত জোড়ো’‌ যাত্রাতেও দেখা গিয়েছিল বিজেন্দ্রকে। কংগ্রেসের সদস্য হিসাবে বারবার তিনি আক্রমণ করেছেন নরেন্দ্র মোদি সরকারকে। বজরং পুনিয়াদের পাশে দাঁড়িয়েও তিনি বেশ কয়েকবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন।

একদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করে রাহুল গান্ধীর করা একটা টুইট পুনরায় পোস্ট করেছিলেন বিজেন্দ্র। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই তাঁর বিজেপিতে যোগদান। বিজেপিতে যোগ দেওয়ার পর বিজেন্দ্র সিং বলেন, ‘‌দেশের উন্নয়ন এবং মানুষের সেবা করার জন্যই বিজেপিতে যোগ দিলাম। ২০১৯ সালে কংগ্রেসের হয়ে লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলাম। হেরে গিয়েছিলাম। আমি চাই বিজেপির পতাকাতলে দেশের উন্নয়নের জন্য কিছু করতে।’‌

কদিন ধরেই শোনা যাচ্ছিল, মথুরা থেকে কংগ্রেসের প্রার্থী হতে পারেন বিজেন্দ্র। এই আসনে বিজেজি–র হয়ে লড়াই করছেন অভিনেত্রী এবং বর্তমান বিজেপি সাংসদ হেমা মালিনী। বিজেন্দ্রকে রাজস্থানের কোনও কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে বিজেপি। প্রথম ভারতীয় বক্সার হিসেবে অলিম্পিকে পদক জিতে ইতিহাস গড়েছিলেন বিজেন্দ্র। ২০১০ সালে পদ্মশ্রী সম্মান পান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!