Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • জানুয়ারি ৩১, ২০২২

রাষ্ট্রপতির ভাষণ দিয়ে সংসদ অধিবেশন শুরু। কাল নির্মলার বাজেট ।

আরম্ভ ওয়েব ডেস্ক
রাষ্ট্রপতির ভাষণ দিয়ে সংসদ অধিবেশন শুরু। কাল নির্মলার বাজেট ।

রাষ্ট্রপতির ভাষণ দিয়ে আজ বাজেট অধিবেশন শুরু । কাল নির্মলার বাজেট । তৈরি হচ্ছে দুই শিবির । এবার অধিবেশেনে ঝড় তুলতে পারে ‘পেগাসাস’ ইস্যু । ইস্যুটি বিরোধীদের সম্ভবত এককাট্টা করে দেবে । তৃণমূল ও কংগ্রেস সহ সব দলই একসঙ্গে সোচ্চার হওয়ার চেষ্টা করছে। কংগ্রেস ও তৃণমূল চলতি অধিবেশনে কাছাকাছি আসতে চাইবে। গোয়ায় ১০ ফেব্রুয়ারি ভোট। এই ভোটের পর কংগ্রেস ও তৃণমূলকে একে অন্যের বিরুদ্ধে সমালোচনার মুখর হতে দেখা যাবে না । বরং সর্বভারতীয় স্তরে দু দলেরই ঐক্য গড়ার বাধ্যবাধকতা রয়েছে। কংগ্রেস এখনও সর্বস্তরের ভারতের দ্বিতীয় বৃহত্তম দল। কংগ্রেসকে এড়িয়ে কারোর পক্ষেই বিজেপিকে কাবু করা সম্ভব নয়।
চলতি অধিবেশনের সময় পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের জোর প্রচার চলবে । ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই গোয়া ভোটের ফল বেরিয়ে যাবে। অথএব অন্য চার বিধানসভা ভোটকে কেন্দ্র করে বিরোধীদের সংসদে সরব হওয়া স্বাভাবিক ।

 


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!