Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ১৯, ২০২৫

বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় জেল থেকেই হুমকি ফোনের অভিযোগ এবার সন্দেশখালির শেখ শাহাজানের বিরুদ্ধে

আরম্ভ ওয়েব ডেস্ক
বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় জেল থেকেই হুমকি ফোনের অভিযোগ এবার সন্দেশখালির শেখ শাহাজানের বিরুদ্ধে

সাক্ষী দেওয়ার অপরাধে জেল থেকেই ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে সন্দেশখালির শেখ শাহাজান। এরকমই অভিযোগ জানিয়ে ফের ইডির দ্বারস্থ সন্দেশখালির ন্যাজাট থানার সরবেড়িয়া গ্রামের কয়েকজন ব্যবসায়ী। সরবেড়িয়া গ্রামেই শেখ শাজাহানের বাড়ি। তৃমমূল নেতা হিসেবে শাজাহানের দাপটে সন্দেশখালির মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। একাধিক দূর্নীতি, তোলাবাজি, জমিদখল, মেছোঘেরির লিজের টাকা না দেওয়া নানা অভিযোগ শাহাজান ও তার বাহিনীর বিরুদ্ধে। গত বছর ৫ জানুয়ারি সরবেড়িয়া গ্রামে শেখ শাজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে শাজাহান আশ্রিত দুস্কৃতীদের হাতে আক্রান্ত হন ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেই ঘটনার প্রায় ৫৮ দিন আত্মগোপন করে থাকার পরে রাজ্য পুলিশের সিআইডির হাতে গ্রেপ্তার হয় শাজাহান। তার আগে উত্তম সর্দার, শিবু হাজরাকে গ্রেপ্তার হয়। পরি সিবিআই শেখ শাহাজানকে হেপাজতে নেয়। এখন শেখ শাজাহান জেলে ।

অভিযোগ জেলে বসেই শাহাজান এলাকার ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে। সরবেড়িয়ার বাসিন্দা রবিন মন্ডল, নির্মল মন্ডল, সঞ্জয় মন্ডল সহ কয়েকজন অভিযোগ করেন, তারা শেখ শাজাহানের অনৈতিক কাজের বিরুদ্ধে ইডির কাছে সাক্ষী দিয়েছিলেন। তার পরে গত ২–‌৩ মাস জেলে থেকেই শাজাহান মোবাইল ফোনে প্রাণনাশ, ভিটেছাড়া করার হুমকি দিচ্ছে। সর্বশেষ গত ১৫ মার্চ শাজাহানের এক অনুগামী মফিজুল মোল্লা মোবাইল আমাদের হাতে দিয়ে বলে ‘‌ভাই’‌ (‌ শেখ শজাহান)‌ কথা বলবে। সেই ফোনে আমাদের খুন এবং উচ্ছেদের হুমকি দেয়। এখন আমরা আতঙ্কের সঙ্গে দিন কাটাচ্ছি। অফিযোগ, সন্দেশখালিতে শাজাহানের অনুগামী হিসেবে মফিজুল মোল্লা, মোসলেম শেখ, ও শাজাহানের স্ত্রী তাসলিমা বিবি বাড়িতে এসে হুমকি দিচ্ছে। মোসলেম শেখ, মফিজুল এই অভিযোগ অস্বীকার করে বলেন, এসব অভিযোগ মিথ্যা। আমারা এই সব ব্যাপারে কিছুই জানিনা। শুধু মন্ডল পরিবারকে নয় সন্দেশখালির তৃণমূল নেতাদের নানা ভাবে শাজাহান অনুগামীদের বিরোধীতার সম্মুখীন হতে হচ্ছে। শেখ শাজাহান গ্রেপ্তার হওয়ার পরে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। জেলা পরিষদের কর্মাধ্যক্ষের পদ থেকে শাজাহানকে সরানো হয়। ব্লক সভাপতির পদেও দল তাকে রাখেনি। এখন সন্দেশখালির তৃণমূলের রাশ বিধায়ক সুকুমার মাহাতো, দিলীপ মল্লিকের হাতে। তাতেও শাজাহান অনুগামীদের রাগ। তাদের বক্তব্য, সন্দেশখালিতে শেখ শাজাহান ছাড়া দলের কোন নেতাকে মানিনা। ‘‌ভাই’‌ জেল থেকে ফিরলে আমরা দল করব। এমকী দলের নেতাদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। এমকী বিধায়ক ও ব্লক সভাপতির ডাকা দলের কর্মসূচিতেও শাজাহান অনুগামী বলে পরিচিত কেউ শামিল হয়নি। প্রশ্ন উঠেছে জেলে বসে কী ভাবে অনুগামীদের নিয়ন্ত্রণ করছে। মোবাইল ফোনই বা ব্যবহার করে নেট ওয়ার্ক চালিয়ে যাচ্ছে সন্দেশখালির ওই তৃণমূলের নেতা।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!