Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ২৮, ২০২৪

শাহজাহানকে গ্রেপ্তারে বাধা নেই, জানিয়ে দিল হাই কোর্ট

আরম্ভ ওয়েব ডেস্ক
শাহজাহানকে গ্রেপ্তারে বাধা নেই, জানিয়ে দিল হাই কোর্ট

শাহজাহান সেখকে গ্রেপ্তার করতে কোনও বাধা নেই ইডি কিংবা সিবিআই–এর। এমনকী, রাজ্য পুলিশও শাহজাহানকে  তারাও গ্রেফতার করতে পারে। এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। তবে শাহজাহানকে গ্রেপ্তার করার ক্ষেত্রে কলকাতা হাই কোর্টের একটা নির্দেশই বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই নির্দেশের একটি অনুচ্ছেদের পরিবর্তন চেয়ে  আদালতের দ্বারস্থ হল রাজ্য সরকার।
রেশন ‘দুর্নীতি’ মামলায় শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে ৫ জানুয়ারি আক্রান্ত হন ইডি আধিকারিকরা। এরপর ইডি আধিকারিকরা শাহজাহানের বিরুদ্ধে হাই কোর্টে তিনটি এফআইআর দায়ের করেন। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ রাজ্য পুলিশ এবং সিবিআই–কে যৌথ ভাবে সিট গঠনের নির্দেশ দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করে ইডি এবং রাজ্য পুলিশ। হাই কোর্টের ডিভিশন বেঞ্চ ৭ ফেব্রুয়ারি সিট গঠনের ওপর স্থগিতাদেশ জারি করে। সেই রায়ের অষ্টম অনুচ্ছেদে বলা হয়েছিল, রাজ্য পুলিশও তদন্ত থেকে দূরে থাকবে।
অষ্টম অনুচ্ছেদের পরিবর্তন চেয়ে আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। রাজ্যের আইনজীবী আদালতকে জানান, অষ্টম অনুচ্ছেদের নির্দেশই শাহজাহানকে গ্রেপ্তারে প্রধান বাধা।
এদিন প্রধান বিচারপতি শিবজ্ঞানম শুনানিতে পরিস্কার জানান, শাহজাহানের গ্রেপ্তারের ব্যাপারে আদালত কোনও স্থগিতাদেশ দেয়নি। আদালত সিট গঠন করে তদন্তের ওপর স্থগিতাদেশ দিয়েছিল। পুলিশ চাইলেই শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে। শুনানিতে ইডি–র আইনজীবী আদালতকে বলেন, শাহজাহানের বিরুদ্ধে ৪২টি এফআইআর হয়েছে। ইডি–র বিরুদ্ধে হামলার তদন্তে স্থগিতাদেশ থাকলেও অন্য এফআইআরের পরিপ্রেক্ষিতে কেন শাহজাহানকে গ্রেপ্তার করছে না পুলিশ। এরপরই প্রধান বিচারপতি বলেন, ইডি, সিবিআই এবং রাজ্য পুলিশ, যে কেউ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!