Advertisement
  • দে । শ
  • জুন ২৪, ২০২২

মন্ত্রীকন্যার চাকরি আর অঙ্কিতার ফেরত দেওয়া বেতনও পাবেন শিলিগুড়ির সাহসিনী

আরম্ভ ওয়েব ডেস্ক
মন্ত্রীকন্যার চাকরি আর অঙ্কিতার ফেরত দেওয়া বেতনও পাবেন শিলিগুড়ির সাহসিনী

এসএসসি নিয়োগ মামলায় আবার নজিরবিহীন রায় দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীকন্যা পরেশ অধিকারীর মেয়ের জায়গায় চাকরি দিতে হবে ববিতা সরকারকে। পাশাপাশি অঙ্কিতার ফেরত দেওয়া বেতন ববিতার হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । এই রায় কার্যত নজিরবিহীন বলেই মনে করছে অভিজ্ঞ মহল।

সাত দিনের মধ্যে অঙ্কিতা অধিকারীর জায়গায় ববিতা সরকারকে নিয়োগ করতে হবে, দেওয়া হল এই নির্দেশ। একইসঙ্গে অঙ্কিতার ফেরত দেওয়া বেতনের টাকা ১৯ দিনের মধ্যে দিতে হবে ববিতাকে, নির্দেশ হাইকোর্টের। অতীতেই রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করেছিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে নিয়োগের দিন থেকে অঙ্কিতা যে বেতন পেয়েছিলেন তা দুটি কিস্তিতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। শুক্রবার আবার এই মামলা ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। তিনি বলেন, ‘ ববিতা অধিকারীককে এখনও কেন নিয়োগ করা হল না!’

অতীতে অঙ্কিতা অধিকারী চাকরি থেকে বরখাস্ত হওয়ার পরেও হতাশার সুর শোনা গিয়েছিল ববিতার কণ্ঠে। তিনি বলেছিলেন এই পুরো লড়াইটাই তিনি চালিয়ে গিয়েছিলেন নিজের চাকরি বাঁচানোর স্বার্থে। সেক্ষেত্রে চাকরি না পেলে তাঁর পুরো পরিশ্রমই অর্থহীন হয়ে পড়বে। চাকরি নিয়ে তাঁর এই অনিশ্চয়তার মধ্যেই হাইকোর্টের এই রায়ে স্বস্তি ফিরেছে ববিতার।

আদালতের নির্দেশে আপ্লুত ববিতা সরকার জানিয়েছেন, বিচারপতি আমার কাছে ভগবানের মতো। আমি কৃতজ্ঞ । আগামী দিনে যাঁরা লড়াই করতে চান তাঁরাও এগিয়ে আসতে পারেন । অঙ্কিতা অধিকারীর প্রসঙ্গে তিনি বলেন, কীভাবে তিনি ৬ বছর আগে চাকরি পেয়েছিলেন আর কীভাবে আমি চাকরি পাইনি এটা প্রকাশ্যে এলে ভালো হত ।

পাশাপাশি যে টাকা অঙ্কিতাকে ফেরৎ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেটা এবার তুলে দেওয়া হবে। প্রায় ৪৩ মাস ধরে তিনি বেতন বাবদ যে টাকা পেয়েছেন তা ফেরৎ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। প্রথম কিস্তির ৭,৯৬,৪২২ টাকা ফেরৎও দিয়েছেন তিনি। কিন্তু সেই টাকা দিয়ে কী করবেন ববিতা?

এনিয়ে তিনি জানিয়েছেন, টাকার কথা আগে ভাবিনি। তবে এনিয়ে চিন্তাভাবনা করব। কোনও সমাজকল্যাণমূলক, ভালো কাজে টাকা ব্যয় করার চেষ্টা করব।

আর মন্ত্রী পরেশ অধিকারী জানিয়েছেন, বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করব না ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!