- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ২৬, ২০২৩
দেশের করোনা সক্রিয়র সংখ্যা বাড়ছে, ক্ষতিকর প্রভাব ফেলতে পারবে না এই সাব ভ্যারিয়েন্ট জে এন.১
ভারতে দ্রুত বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। তবে কোনও আতঙ্কের খবর না এলেও দেশজুড়ে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তে ভারতের স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে দেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দ্রুত ঊর্ধ্বমুখী হচ্ছে। ভারতে এখন কোভিড সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৫৪। শুধুমাত্র কেরল থেকেই সর্বাধিক সংখ্যক সংক্রমণের খবর পাওয়া গিয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৬২৮ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে আরও একজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য বলছে, এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩৩ হাজার ৩৩৪ জন। এখন সারা দেশে করোনা আক্রান্তর সংখ্যা ৪৮ কোটি ৫০ লক্ষ ৯ হাজার ২৪৮।
দেশজুড়ে এবার যে করোনার প্রকোপ দেখা যাচ্ছে, তাতে বেশ কয়েকটি ক্ষেত্রে রোগী নতুন সাব-ভেরিয়েন্ট জে এন.১ এআক্রান্ত। এই ঘটনায় বিভিন্ন রাজ্য সতর্কতামূলক ব্যবস্থা ইতিমধ্যেই নিতে শুরু করেছে। এআইআইএমএস-এর প্রাক্তন ডিরেক্টর ডঃ রণদীপ গুলেরিয়া আগেই জানিয়েছিলেন, সাব-ভেরিয়েন্টটি ধীরে ধীরে ছড়াবে, তবে এর সংক্রমণ প্রবল হবে না বা হাসপাতালে ভর্তির করার প্রয়োজন হবে না আক্রান্তদের। গুলেরিয়া সংবাদ মাধ্যমে বলেছেন, “জে এন.১ হল অমিক্রনের সাব ভ্যারিয়েন্ট। তাই অমিক্রন-এর বিরুদ্ধে তৈরি একটি ভ্যাকসিন এই জে এন. ১ -এর বিরুদ্ধেও কার্যকর হবে। প্রথমে আমাদের আরও তথ্যের প্রয়োজন।”
করোনার নতুন সাব -ভ্যারিয়েন্ট জে এন .১ এর উপসর্গগুলি কী তা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পর্যাপ্ত স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলিকে পরামর্শ দিয়েছে। জে এন .১ এর উপসর্গগুলি মধ্যে উল্লেখযোগ্য হল – জ্বর,সর্দি,গলা ব্যথা,মাথাব্যথা ইত্যাদি
তবে এই উপসর্গগুলি কিন্তু কম বেশি সব ধরনের জ্বর-জারির ক্ষেত্রেই হয়ে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে কোভিড-১৯- এর এই স্ট্রেন এখনও পর্যন্ত জনস্বাস্থ্যে বড়সড় আতঙ্ক সৃষ্টি করেনি। ২০২০-তে বছরের শুরু থেকেই আছড়ে পড়েছিল করোনার প্রথম ওয়েভ। এবারও সামনে নতুন বছর। এই পরিস্থিতিতে সকলেই জানতে চাইছেন কোভিডের এই নতুন ভ্য়ারিয়েন্ট কতটা মারাত্মক? তার সংক্রামক বা মারণ ক্ষমতা কতটা? এই প্রশ্নগুলি উঠে এলেও বিশেষজ্ঞদের ধারণা, বড় একটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারবে না এই সাব ভ্যারিয়েন্ট জে এন.১ ।
❤ Support Us